ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বগুড়ায়  ট্রাকের চাপায় শিশু নিহত

বগুড়ায়  ট্রাকের চাপায় শিশু নিহত, ছবি: প্রতিকী ।

স্টাফ রিপোর্টার : বগুড়ায় বালু ভর্তি  ট্রাকের নিচে চাপা পড়ে সাইমন ওরফে  প্রিন্স (১২) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর এবং চালককে আটক করে বেদম মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আজ বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টার দিকে সদরের পীরগাছা বন্দরে এ ঘটনা ঘটে। প্রিন্স শহরের বৃন্দাবন পাড়ার রায়হান ইসলামের ছেলে। তবে, সে পীরগাছায় পরিবারের সাথে থেকে পঞ্চম শ্রেণিতে পড়তো ।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার এসআই আনিসুর রহমান জানান, ওই শিশু শিক্ষার্থী সাইমন প্রিন্স প্রাইভেট পড়া শেষে একটি বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল। এসময় পিছন থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। পরে বিক্ষুব্ধ জনতা ট্রাকটি আটক করে চালককে গণধোলাই দেন এবং ট্রাকটি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় জনতা মিজানুর নামে ওই ট্রাক চালককে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি আরো জানান, বালুবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈঠকে বসেছে এনসিপি- ঐকমত্য কমিশন

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত

ভেসে উঠল সেই নিখোঁজ শিশুর লাশ

চট্টগ্রামে সন্ধান মেলেনি খালে পড়া নিখোঁজ শিশুর 

আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক