ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

এবার হাসপাতালে আম্পায়ার সোহেল 

এবার হাসপাতালে আম্পায়ার সোহেল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ডিপিএলে একের পর এক শারীরিক অসুস্থতার ঘটনা যেন চিন্তার ভাঁজ ফেলছে আয়োজকদের কপালে। ক’দিন আগেই মাঠে হঠাৎ অসুস্থ হন তামিম ইকবাল। এবার একই রকম পরিস্থিতির শিকার হলেন অভিজ্ঞ আম্পায়ার গাজী সোহেল।

বিকেএসপি’র ৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব বনাম অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে দায়িত্ব পালনের কথা ছিল গাজী সোহেলের। তবে ম্যাচ শুরুর আগে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিসিবি’র এক কর্মকর্তা, যিনি ম্যাচ চলাকালে মাঠে উপস্থিত ছিলেন, তিনি নিশ্চিত করেন যে, আম্পায়ার সোহেল মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু তার আগেই শরীরে অস্বস্তি শুরু হয়। পরে তাকে তাৎক্ষণিকভাবে চিকিৎসা সহায়তার জন্য বিকেএসপি’র হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ডিপিএল’র সমন্বয়ক সাব্বির আহমেদ রুবেল জানান, সোহেলের রক্তচাপ বেশ বেড়ে গিয়েছিল এবং পালস রেটও স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। যদিও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত, তবে তাকে বিশ্রামে রাখা হয়েছে। ম্যাচটি এখন রিজার্ভ আম্পায়ারের তত্ত্বাবধানে চলছে। মাত্র ২ সপ্তাহের ব্যবধানে দু’জন গুরুত্বপূর্ণ ব্যক্তির এমন অসুস্থতা ক্রিকেট অঙ্গনে উদ্বেগ তৈরি করেছে। আবহাওয়া, চাপ কিংবা অন্যান্য কারণ-সব কিছু এখন আলোচনার কেন্দ্রে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে উত্ত্যক্ত করায় বাবা খুন মরদেহ রেখে কান্নাভেজা চোখে পরীক্ষা দিতে গেল মেয়ে

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ধর্ষণের দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল