ভিডিও শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ইসরায়েলি ফুটবল তারকার বাড়িতে গ্রেনেড হামলা

ইসরায়েলি ফুটবল তারকার বাড়িতে গ্রেনেড হামলা, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : ইসরায়েলের সাবেক ফুটবলার এবং লিভারপুল ফুটবল ক্লাবের মিডফিল্ডার ইয়োসি বেনায়ুনের বাড়িতে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে একাধিক ব্রিটিশ গণমাধ্যম। 

ইসরায়েলের অন্যতম প্রধান শহর তেল আবিবের উত্তরে রামাত হাশারুন এলাকায় বেনায়ুনের বাসভবনে এই ঘটনা ঘটেছে। হামলার সময় ইয়োসি বেনায়ুন তার বাড়িতেই ছিলেন বলে জানা গিয়েছে। তবে এতে সাবেক এই ফুটবলার বা তার পরিবারের কেউ আক্রান্ত হয়নি। জানা যায়, মোটরসাইকেলযোগে এক ব্যক্তি এসে তার বাড়ির দরজার দিকে গ্রেনেড ছুড়ে দ্রুত পালিয়ে যায়। রাত প্রায় ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশের ধারণা, চলমান গাজা অঞ্চলের সহিংসতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বরং এটি একটি নিছক সন্ত্রাসী হামলা।

 হামলার শিকার ইয়োসি বেনায়ুন বলেন, ‘আমি নিশ্চিত এটা ভুলবশত ঘটেছে। গ্রেনেড আমার বাসায় তাক করা হয়নি-এনিয়ে আমার কোনো সন্দেহ নেই। প্রথমে ভেবেছিলাম গ্যাসের বিস্ফোরণ, তাই ফায়ার সার্ভিসে ফোন করি। পরে পুলিশ এসে জানায় এটি গ্রেনেড ছিল। আর কেবল তখনই আমরা বুঝতে পারি কী ঘটেছিল।’ঘটনার পর ইসরায়েলি পুলিশ গ্লিলোত স্টেশনের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের এক মুখপাত্র জানান, ‘একটি বাড়ির বাইরে বিস্ফোরণের শব্দ নিয়ে অভিযোগ এসেছে আমাদের কাছে। 

আরও পড়ুন

ইসরায়েলের হয়ে ১০১টি আন্তর্জাতিক ম্যাচ খেলা বেনায়ুন জাতীয় দলের হয়ে ২৪টি গোল করেছেন। ক্লাব ক্যারিয়ারে ওয়েস্ট হামের হয়ে এফএ কাপ রানার্সআপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জয় করেন তিনি। লিভারপুলের হয়ে খেলার সময়ে প্রথম ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিকের কীর্তি গড়েন। ইংল্যান্ডের বিভিন্ন ক্লাবে প্রায় এক দশক খেলা বেনায়ুন ২০১৩-১৪ মৌসুমে কুইন্স পার্ক রেঞ্জার্সের হয়ে নিজের ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন। সবমিলিয়ে পেশাদার ফুটবলে ৭২৮ ম্যাচে ১৭৩ গোল রয়েছে ইয়োসি বেনায়ুনের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে উত্ত্যক্ত করায় বাবা খুন মরদেহ রেখে কান্নাভেজা চোখে পরীক্ষা দিতে গেল মেয়ে

হালদা নদীতে তিন ঘন্টা পর মিলল নিখোঁজ যুবকের মরদেহ 

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিভিন্ন মিষ্টির দোকান থেকে টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

বগুড়ার কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

ধর্ষণের দৃশ্যে অভিনয়ের তিক্ত অভিজ্ঞতা জানালেন দিয়া মির্জা

বগুড়ার ধুনটে সেতুর দুই পাশের রেলিং ভাঙা, ঝুঁকিপূর্ণ চলাচল