সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের ঝরে পড়া পাতা নিয়ে সংঘর্ষে নিহত ১

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ঝরে পড়া গাছের পাতা নিয়ে সৃষ্ট সংঘর্ষে আজিজুর রহমান (২৫) নামের এক ব্যক্তির মৃত্যুর খবরে গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়ার দাদপুর গ্রামে হাজী আশরাফ আলীর বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে। নিহত আজিজুর রহমান এই গ্রামের শামছুল ইসলামের ছেলে। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, গতকাল সকালে শামছুল ইসলামের বাড়িতে আগের রাতের ঝড়ে পড়া পাতা নিয়ে প্রতিবেশী হাজী আশরাফ আলীর পরিবারের সঙ্গে শামছুল ইসলামের পরিবারের ঝামেলা হয়। এক পর্যায়ে তার (আশরাফ) ছেলে নুর মোহাম্মাদ ও নুর আলম শামছুল ইসলামের ছেলে আজিজুর রহমানকে বেধড়ক মারপিট করে। ঘটনার পরই গুরতর অবস্থায় আজিজুরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
গতকাল দুপুরে আজিজুর হাসপাতালে মারা যান। এই খবর উক্ত গ্রামে পৌঁছালে আজিজুরের লোকজন ক্ষুব্ধ হয়ে হাজী আশরাফ আলীর বাড়িঘরে আক্রমণ করেন। তারা ঘরের দরজা জানালা ভেঙে ফেলে। পুড়িয়ে দেয় দুটি মোটরসাইকেল। এসময় কিছু জিনিসপত্রও লুটপাট হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনঘটনাস্থল থেকে ফেরা উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক ওমর ফারুক জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আজিজুরের মৃত্যুর খবর পাবার পর হামলার শিকার হাজী আশরাফ আলীর বাড়ির লোকজন সবাই পালিয়ে যান। বর্তমানে আজিজুর রহমানের বাবা শামছুল ইসলাম উল্লাপাড়া থানায় এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। গ্রামের পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন