ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

ঢাকা আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রসচিব

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার (বাঁয়ে) এবং পররাষ্ট্রসচিব আমনা বালুচ ছবি: সংগৃহীত

ঢাকা সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং পররাষ্ট্রসচিব আমেনা বালুচ। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর চূড়ান্ত এবং চলতি সপ্তাহের মধ্যে তারিখও ঠিক হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

গতকাল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন


তৌহিদ হোসেন বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর মোটামুটি প্রায় নিশ্চিত। তিনি যে আসবেন এটা চূড়ান্ত হয়ে গেছে। তবে তারিখটা নিয়ে একটু ফ্লুইড আছে। কিন্তু আমার মনে হয়, আগামী দুই থেকে একদিনের মধ্যে আমরা এটা চূড়ান্ত করে ফেলতে পারব।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে কোন বিষয়গুলো আলোচনা হবে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তিনি যেহেতু সফরে আসছেন আলোচনা করার জন্যই আসছেন। আমাদের সম্পর্কের সব দিক নিয়ে আলোচনা করব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, আগামী সপ্তাহের শেষের দিকে ঢাকা সফরে আসবেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমেনা বালুচ। আগামী ১৭ এপ্রিল ঢাকায় বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমেনা বালুচ বৈঠকে নিজ নিজ দেশের নেতৃত্ব দেবেন। এর পরবর্তী সপ্তাহে ঢাকায় আসবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ প্রতিষ্ঠান : সিইসি

সাড়ে তিন ঘণ্টা পর সচল ‘বনলতা এক্সপ্রেস’ 

আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক

সাবেক এমপি জাফর আলম রিমান্ডে

আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন