চালকরা আইন মেনে চললে দুর্ঘটনা কমবে - হাইওয়ে এসপি শহীদুল্লাহ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নন্দীগ্রামে জনসাধারণদের মাঝে পথসভা করেছে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। আজ বুধবার (৯ এপ্রিল) বিকেলে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় প্রায় দুই শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন চালকদের মাঝে বিভিন্ন ধরণের জনসচেতনতা মূলক বক্তব্য রাখেন তিনি।
তিনি বলেন, ‘খুব সতর্কতার সাথে নিজ নিজ গাড়ি ড্রাইভ করবেন এবং হাইওয়ে পুলিশের আইন মেনে চলবেন। চালকরা সঠিকভাবে আইন মেনে চললে রাস্তায় দুর্ঘটনা কমে আসবে।’ এ সময় উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহকারি এডিশনাল এসপি হাসমির, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি তারিকুল ইসলাম।
আরও পড়ুনমন্তব্য করুন