ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম

রাজবাড়ীতে শহীদওহাবপুরে চাঁদা না পেয়ে প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুকে (৩৮) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

আজ রোববার (১৩ জুলাই) বেলা পৌনে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবু ওই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। তিনি ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আহলাদিপুর গ্রামের আব্দুর রসিদ শেখের ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন হাবিবুর রহমান বাবু বলেন, মোটরসাইকেল কিনবে বলে এক মাস ধরে আমার কাছে এক লাখ টাকা দাবি করছিল আল আমিন শেখসহ তার সঙ্গীরা। টাকা দিতে অস্বীকার করায় সকালে পরিষদের ভেতরে আল আমিন শেখ, আকিব, শাহরিয়ারসহ ৫-৭জন চাপাতি, চাইনিজ কুড়াল, রামদাসহ দেশি অস্ত্র নিয়ে হামলা করে।

আরও পড়ুন

এদিকে অভিযুক্ত আল আমিন বলেন, ‘আমি তাকে একটি পুকুর ভরাটের কাজ দেই। বিনিময়ে আমাদের একটি মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা দেবার কথা ছিল। কিন্তু কাজ শেষ হলেও টাকা না দিয়ে উলটো চাঁদা দাবির অভিযোগ করছে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ নিয়ে ইউনিয়ন পরিষদে তার সঙ্গে বাগবিতণ্ডা হয়েছে অন্য কিছু না।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের কাউনিয়ায় সৌদি প্রবাসীর বাড়ি থেকে নারীর লাশ উদ্ধার

দাপুটে জয়ে সিরিজ সমতায় বাংলাদেশ

বিএনপির মনোনয়ন প্রত্যাশী ৬ জন, প্রার্থী চূড়ান্ত জামায়াতের

টিএমএসএস বায়ো-মলিকুলার ল্যাব দেশের প্রথম পূর্ণাঙ্গ জেনেটিক ল্যাব

সিরাজগঞ্জে সবজির বাজার চড়া কাঁচা মরিচ কেজি ২২০ টাকা

কুড়িগ্রামে সেনা অভিযানে এক মণ গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার