তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলার ঘটনায় আটক ২

মফস্বল ডেস্ক: লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা বিএনপি নেতা আজিজুর রহমান বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার গণমাধ্যম’কেকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক দুই জন জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সাগর হোসেন শুক্কুর ও ইছাপুর ইউনিয়ন ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদের বলে জানা গেছে । দুজনকে দুপুরে গাজীপুরের কালীগঞ্জ থানার পূর্বাচল এলাকা থেকে আটক করা হয়।ওসি বাশার বলেন, ‘বাচ্চু মোল্লার ওপর হামলার ঘটনায় সম্পৃক্ত থাকায় দুজনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’মাহফুজের বাবার ওপর হামলার ঘটনায় এখনও মামলা হয়নি জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘তবে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
গত ৩০ মার্চ রাতে বিএনপি-ছাত্রদলের লোকজন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান মঞ্জুর বাড়িতে হামলা চালায়। তথ্য উপদেষ্টার বাবা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাচ্চু মোল্লা ও মঞ্জু সম্পর্কে চাচা ভাতিজা। হামলায় বাধা দেয়ায় একটি পক্ষ ক্ষিপ্ত হয়ে ইটের গুড়ি ছোড়ে মারলে বাচ্চু মোল্লা আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসা শেষে ওই রাতেই বাড়ি ফিরে যান ।
মন্তব্য করুন