আগের দিন একমাত্র উপার্জনক্ষম বাবার লাশ দাফন, সকালে মেয়ের পরীক্ষা

নিউজ ডেস্ক: সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা মারা যান। রাতে লাশ দাফনের পর সকালে ঝালকাঠি জেলার কাঠালিয়া সদর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে সাবরিয়ান ইসলাম সেতু।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেতু আরবী প্রথমপত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেয়।
সেতুর বাবা সিরাজুল ইসলাম ইসমাইল (৫০) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অফিস সহকারি পদে কর্মরত ছিলেন।
গত বুধবার (৯ এপ্রিল) বিকেলে সিরাজুল ইসলাম ইসমাইল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাত সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
স্থানীয় ইউপি মেম্বার মো. বাদল মাহমুদ বলেন, “সিরাজুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। তার বৃদ্ধা মা, স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।”
সিরাজুল ইসলামের স্ত্রী সাহিদা বেগম স্বামীকে হারিয়ে এখন পাগল প্রায়। স্বামীর লাশের পাশে বারবার মুর্ছা যাচ্ছিলেন।
কাঠালিয়া সদর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ বলেন, “সাবরিয়ান ইসলাম সেতু আমার মাদ্রাসা থেকে এ বছর মানবিক শাখায় দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। বাবার মৃত্যুতে তার পরীক্ষায় অংশগ্রহণ থেমে নেই। এ ঘটনায় আমরা শোকাহত।”ৗ ৗআগের দিন একমাত্র উপার্জনক্ষম বাবার লাশ দাফন, সকালে মেয়ে
নিউজ ডেস্ক: সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা মারা যান। রাতে লাশ দাফনের পর সকালে ঝালকাঠি জেলার কাঠালিয়া সদর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে মেয়ে সাবরিয়ান ইসলাম সেতু।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সেতু আরবী প্রথমপত্র বিষয়ে পরীক্ষায় অংশ নেয়।
সেতুর বাবা সিরাজুল ইসলাম ইসমাইল (৫০) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম আউরা গ্রামের বাসিন্দা। তিনি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে অফিস সহকারি পদে কর্মরত ছিলেন।
গত বুধবার (৯ এপ্রিল) বিকেলে সিরাজুল ইসলাম ইসমাইল ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাত সাড়ে ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
স্থানীয় ইউপি মেম্বার মো. বাদল মাহমুদ বলেন, “সিরাজুল ইসলাম পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। তার বৃদ্ধা মা, স্ত্রী, এক কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে। তাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে পরিবারটি।”
সিরাজুল ইসলামের স্ত্রী সাহিদা বেগম স্বামীকে হারিয়ে এখন পাগল প্রায়। স্বামীর লাশের পাশে বারবার মুর্ছা যাচ্ছিলেন।
কাঠালিয়া সদর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো.আবুল কালাম আজাদ বলেন, “সাবরিয়ান ইসলাম সেতু আমার মাদ্রাসা থেকে এ বছর মানবিক শাখায় দাখিল পরীক্ষা অংশ নিচ্ছে। বাবার মৃত্যুতে তার পরীক্ষায় অংশগ্রহণ থেমে নেই। এ ঘটনায় আমরা শোকাহত।”
মন্তব্য করুন