ভিডিও শুক্রবার, ২২ আগস্ট ২০২৫

কাহালু পৌরসভার সাবেক মেয়র হেলাল ও তার ছেলে সুরুজ গ্রেফতার

কাহালু পৌরসভার সাবেক মেয়র হেলাল ও তার ছেলে সুরুজ গ্রেফতার, ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার: বগুড়ার কাহালু  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাহালু  পৌরসভার সাবেক মেয়র হেলাল উদ্দিন কবিরাজ এবং তার ছেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান সুরুজ উদ্দিন কবিরাজকে গ্রেফতার করা হয়েছে। 

বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম গত শুক্রবার রাতে ঢাকার আদাবর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। সেখানে তারা বাবা ও ছেলে আত্মগোপন করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে তাদেরকে নিয়ে ঢাকা থেকে  বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে ডিবি  পুলিশ।  তবে দুপুর বারোটা পর্যন্ত তারা বগুড়ায় পৌঁছেনি।

আরও পড়ুন

 তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বগুড়ার গোয়েন্দা শাখা ডিবির  ইনচার্জ মো ঃ ইকবাল বাহার জানিয়েছেন গত ৫ ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় হত্যা,হামলাসহ বিভিন্ন অভিযোগে হেলাল উদ্দিন কবিরাজ এর বিরুদ্ধে পাঁচটি এবং তার ছেলের সুরুজ উদ্দিন কবিরাজ এর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। বগুড়ায়  আনার পর তাদেরকে আদালতে পাঠানো হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি শুরু হয়েছে তীব্র নদী ভাঙন

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশে বিধবার বাড়িতে চুরি

লাড্ডু কম দেওয়ায় মুখ্যমন্ত্রীর হেল্পলাইনে অভিযোগ!

জাদু দেখিয়ে স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়া ‘জাদুকর’ আটক

লালমনিরহাটে তিস্তা নদীতে ভেসে আসা নবজাতকের মরদেহ উদ্ধার