ভিডিও শনিবার, ০৩ মে ২০২৫

ফিলিস্তিনিদের জন্য ঢাকার শিল্পীদের প্রতিবাদী গান

ফিলিস্তিনিদের জন্য ঢাকার শিল্পীদের প্রতিবাদী গান, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর গণহত্যার প্রতিবাদে শামিল হয়েছেন দেশের শোবিজ তারকারাও। এবার ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে গান তৈরি করলেন জাহিদ নিরব। ‘আকাশে উড়ছে মৃত লাশ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন একঝাঁক সংগীতশিল্পী। নতুন এই গানের কথা লিখেছেন তুষার রহমান। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জাহিদ নিরব। 

গানটির শিরোনাম অনুপ্রাণিত হয়েছে গাজা থেকে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও থেকে, যেখানে বিস্ফোরণের পর আকাশে ছিটকে পড়া মৃতদেহের করুণ দৃশ্য ধারণ করা হয়েছিল। এই গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কনা, আতিয়া আনিশা, মহাবী, নিবির, তুষার এবং নাইম। গানের প্রতিটি লাইনে ফুটে উঠেছে একটাই প্রশ্ন-আর কতকাল ফিলিস্তিনিদের এই যন্ত্রণা সহ্য করতে হবে? গানটির সাউন্ড ডিজাইন করেছেন সুমন পারভেজ এবং এটি রেকর্ড করা হয়েছে সাউন্ড অব সাইলেন্স স্টুডিওতে। এটি একটি শান্ত কিন্তু গভীর আবেগময় প্রতিবাদী গান।

আরও পড়ুন

আকাশে উড়ছে মৃত লাশ গানটি নিয়ে জাহিদ নিরব বলেন, ‘আমি বিশ্বাস করি, প্রতিবাদের তিনটি ভাষা রয়েছে-নীরবতা, শব্দ আর রক্ত। এই সময়ে আমি শব্দকেই বেছে নিয়েছি। গানে গানে প্রতিবাদ জানিয়েছি। এটি আমার জন্য শুধু একটি গান নয়, বরং একটি আর্তনাদ-নিষ্পাপ শিশুদের, মায়েদের আর নিঃস্ব মানুষদের হয়ে তোলা এক চিৎকার। প্রতিদিন যখন গাজার আকাশে লাশ উড়ে বেড়ায়, তখন চুপ করে থাকা যায় না। আমি যুদ্ধ চাই না, মৃত্যুও চাই না। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তো তুলতেই হয়। এই গান সেই সাহসিকতারই এক ছোট্ট প্রকাশ।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার অপশাসন নিয়ে আল জাজিরার বিশেষ তথ্যচিত্র

সাড়ে চার মাস পর চিলমারী-রৌমারী নৌ-রুটে ফেরি চলাচল শুরু

এনসিপির ডিপ্লোমা প্রকৌশল উইংয়ের আত্মপ্রকাশ

আওয়ামী দোসরদের নিয়ে এনসিপি সাজানো হচ্ছে: আমিনুল হক

সোনার দাম কমলো, ভরি ১৬৮৯৭৬ টাকা

ফ্যাসিস্টদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই : বিসিবি সভাপতি