বগুড়ার আদমদীঘিতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘিতে পুকুরের পানিতে পড়ে চার বছর বয়সের রোজামনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার ১২ এপ্রিল) সকালে উপজেলার গোড়গ্রাম পানাগাড়ী নামক পুকুরের পানিতে ডুবে সে মারা যায়। রোজামনি উপজেলা সদর ইউনিয়নের গোড়গ্রামের ভ্যানচালক মোস্তাকিন আহমেদের মেয়ে।
স্থানীয়রা জানান, গতকাল সকালে বাড়ির পাশের উঠানে রোজামনি অপর শিশুদের সাথে খেলাধুলার করার ফাঁকে সবার অজান্তে গ্রামের পাশে পানাগাড়ী নামক পুকুরের পানিতে পড়ে ডুবে গিয়ে ভেসে উঠে। এসময় জনৈক ব্যক্তি দেখতে পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনমন্তব্য করুন