ভিডিও শুক্রবার, ১১ জুলাই ২০২৫

বিয়ের বাকবিতণ্ডার জেরে বড় ভাইকে হত্যা; পুলিশকে ডেকে আত্মসমর্পণ

বিয়ের বাকবিতণ্ডার জেরে বড় ভাইকে হত্যা; পুলিশকে ডেকে আত্মসমর্পণ

নিউজ ডেস্ক:  নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরচেঙ্গা গ্রামে বিয়ে নিয়ে বাকবিতণ্ডার জের ধরে বড় ভাইকে ছুরিকাঘাতে হত্যা করেছেন মো. সাকিব (২৪) নামের এক যুবক। পরে তিনি জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে ডেকে আত্মসমর্পণ করেছেন।  


শনিবার (১২ এপ্রিল) বিকেলে নিহত রাকিব উদ্দিনের (৩০) স্ত্রী তাজ নাহার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। 

শুক্রবার (১১ এপ্রিল) রাত ২টার দিকে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রাকিব উদ্দিন ওই গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে। হত্যাকারী মো. সাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সাকিব আগে তিনটি বিয়ে করেছেন। কয়েক দিন আগে তিনি চতুর্থ বিয়ে করেন। চতুর্থ বিয়ে নিয়ে শুক্রবার রাত ২টায় নিজ বাড়িতে বড় ভাই রাকিবের সঙ্গে সাকিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সাকিব উত্তেজিত হয়ে রাকিবের বুকে ও বুকের পাশে ছুরিকাঘাত করেন। পরিবারের সদস্যরা গুরুতর আহত রাকিবকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

ছুরিকাঘাতের পর সাকিব নিজেই জাতীয় জরুরি সেবার নম্বর ৯৯৯-এ কল করে বড় ভাইকে খুন করার বিষয়টি জানান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।  

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেছেন, রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

ইরান ভ্রমণে না যেতে যুক্তরাষ্ট্রের আহ্বান

সেপ্টেম্বর-অক্টোবরে দুর্ভিক্ষের আলামত দেখছি মানুষের মনে: রিজভী

২০২৬ সালের গান্ধী জয়ন্তীতে মুক্তি পাচ্ছে দৃশ্যম থ্রি

সাকিব আল হাসা‌নের অলরাউন্ড পারফর‌মে‌ন্সে দুবাইয়ের দারুণ জয়

কানাডায় কপিল শর্মার ‘ক্যাপ্‌স ক্যাফেতে’ গুলিবর্ষণ