নিউজ ডেস্ক
প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৫, ০৫:৫৭ বিকাল
দখলদার ডাক্তার মোশাররফের শাস্তির দাবিতে জবি শিক্ষার্থীদের স্মারকলিপি

জবি প্রতিনিধি: মিথ্যা অভিযোগ ও অন্যের সম্পদ দখলে অভিযুক্ত ডাক্তার মোশাররফ হোসেনের শাস্তির দাবি করে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট হাসপাতালের পরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
১৬ এপ্রিল, বুধবার দুপুরে শতাধিক শিক্ষার্থীর একটি দল ন্যাশনাল মেডিকেলের গেইটে যায় এবং পরবর্তীতে ১০ সদস্যের টীম হাসপাতালের ভিতরে প্রবেশ করে এবং পরিচালক বরাবর স্মারকলিপিটি প্রদান করে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সম্প্রতি 'জোরপূর্বক অন্যের সম্পদ দখল করলেন ন্যাশনালের ডাক্তার মোশাররফ হোসেন ' শিরোনামে কয়েকটি পত্রিকা/ অনলাইনে পোর্টালে নিউজ ছাপা হয়েছে। এর আগে অভিযুক্ত ডাক্তার নিজের অপকর্মের দ্বায় ঢাকতে জবি ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক ও দল-মত নির্বিশেষে সকলের কাছে প্রিয়ব্যক্তিত্ব মেহেদী হাসান হিমেলের নামে '২০ লক্ষ টাকা চাঁদা দাবির' মিথ্যা ও সম্পূর্ণ ব্যক্তি স্বার্থহাসিলের জন্য যে নগ্ন অভিযোগ করেছে তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা উদ্বিগ্ন এবং বিক্ষুব্ধ।
গত ১৩ এপ্রিল অভিযুক্ত ডাক্তার মোশাররফ বাকি ৪ জন অংশীদারদের চিকিৎসাদি সরঞ্জাম লুট করে নিয়ে যায় এবং সেখানে মেহেদী হাসান হিমেলের মামা ডাক্তার হারিসের অনুরোধে বিষয়টি নিয়ে আলোচনা করতে যায়। কিন্তু সে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনেন। যা সম্পূর্ণ মিথ্যা-বানোয়াট ও ভিত্তিহীন।
জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তার স্বচ্ছতা ও নৈতিকতার প্রমাণ দিয়েছেন এবং যাবতীয় তথ্য প্রমাণাদি সংরক্ষিত রেখেছেন।
অভিযুক্ত ডাক্তার মোশাররফ হোসেনের এসব হীনকর্মকান্ডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা খুজে বের করে উপযুক্ত শাস্তির দাবী করে স্মারকলিপি প্রদান করে ।
মন্তব্য করুন