দিনাজপুরের পার্বতীপুরের পাথর খনিতে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ভূগর্ভে কর্মরত অবস্থায় ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে সোহাগ বাবুল (৪৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের ঘিলাই মালতলা গ্রামে।
জানা যায়, ওই শ্রমিক কর্মরত অবস্থায় অসাবধানতাবসতঃ ভেন্টিলেশন লেভেল থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন। পুলিশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন