দ্রুত হাসপাতাল চালুর দাবিতে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিউজ ডেস্ক: দ্রুত হাসপাতাল চালুর দাবিতে সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করেন তারা। এর আগে, গতকাল একই দাবিতে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ক্লাস বর্জন করে মানববন্ধন করেছিলেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা-কার্যক্রম চালু হলেও হাসপাতাল চালু না হওয়ার ক্লিনিক্যালি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। কিন্তু, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লিনিক্যাল ক্লাস করতে হয়। কলেজের নিজস্ব হাসপাতাল চালু না থাকায় এই ক্লাসগুলো জেলা সদর হাসপাতালে সপ্তাহে দুদিন অনুষ্ঠিত হয়। কিন্তু, কলেজ থেকে হাসপাতালটির দূরত্ব প্রায় ১৩ কিলোমিটার। যাতায়াতের জন্য কলেজের কোনো বাস নেই। ফলে নিয়মিত ক্লাসে অংশ নিতে সমস্যা হচ্ছে।
শিক্ষার্থীরা আরো বলেন, ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ভবন প্রস্তুত হলেও চালুর ক্ষেত্রে গড়িমসি চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর দাবি মেনে না নিলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
আরও পড়ুনএদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে সদর উপজেলার পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুকান্ত সাহা ঘটনাস্থলে আসেন। এসময় দাবি পূরণের আশ্বাস দিয়ে অবরোধ প্রত্যাহারে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে জানতে জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস মিয়ার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।
মন্তব্য করুন