ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ায় দুই দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত

বগুড়ায় দুই দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত, ছবি: দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : বগুড়ায় দুই দিনের ব্যবধানে পেঁয়াজের কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। গত দু’দিন আগের ৪৫ টাকা কেজির পেঁয়াজ বর্তমানে দাম বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজের দাম বাড়ার ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, পাইকারি হাট-বাজারগুলো পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে,তারপরেও কয়েক দফায় দাম বেড়ে বর্তমানে ৬০ টাকায় ঠেকেছে। মূলত, পেঁয়াজ কিনে স্টক বা সংরক্ষণ করার কারণেই হঠাৎ-ই পণ্যটির দাম বেড়েছে। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, পাইকারিতে দাম বাড়ার কারণে তারা খুচরা পর্যায়ে দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বগুড়ার ফতেহ আলীসহ বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পাইকারি বাজারেও পেঁয়াজ একই দাম প্রতি পাল্লা (৫ কেজি) ৩শ’ টাকায় বিক্রি হতে দেখা যায়। তবে মানভেদে কোথাও কোথাও মসলাজাতীয় এই পণ্য ৪৫ থেকে ৫৫ টাকা কেজিতেও বিক্রি হতে দেখা গেছে। এছাড়াও আলু মানভেদে প্রতি কেজি ২০/২৫ টাকা, বেগুন ৫০/৬০, পটল ৬০/৭০, মিষ্টিকুমড়া ২৫/৩০, কাঁচামরিচ ৪০, করলা ও বরবটি ৬০, ঝিংগা ৫০, আদা ১২০, রসুন ১২০ থেকে ১৪০ এবং সজনা ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও পড়ুন

অপরদিকে বগুড়ার বাজারে প্রতি কেজি বিআর-২৮ চাল ৬৪/৬৫, বিআর-৪৯ চাল ৬০/৬২, রঞ্জিত ৫৫/৫৬, কাটারিভোগ ৭২/৭৬, নাজিরশাইল ও মিনিকেট চাল ৮৫ টাকায় বিক্রি হতে দেখা যায়। আটা প্রতি কেজি (খোলা) ৪০, প্যাকেট ৫০, ময়দা ৬৫ টাকা। মসুরের ডাল প্রতি কেজি ১১০/১৪০, খেসারি ১২০, মুগ ১৬০/১৮০, ছোলা ১১০ টাকায় বেচাকেনা হয়। চিনি প্রতি কেজি ১২০ এবং লাল চিনি ১৪০ টাকায় বিক্রি হতে দেখা যায়। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯০ এবং পাঁচ লিটার তেল ৯০০ টাকায় বেচাকেনা হচ্ছে।

প্রতি হালি ফার্মের ডিম ৪০ টাকা, ব্রয়লার মুরগির কেজি ১৬০/১৭০ এবং ককরেল মুরগি ২৬০ টাকা এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫৮০ টাকায়। খাসির মাংসের কেজি এক হাজার এবং গরুর মাংস ৭০০ থেকে ৭৫০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। এদিন দুই থেকে আড়াই কেজি ওজনের কাতল মাছ প্রতি কেজি ২৫০/২৬০ টাকা, তিন কেজি ওজনের রুই মাছ ৩০০/৩৫০ টাকা এবং আড়াই থেকে তিন কেজি ওজনের সিলভার কার্প মাছ ২০০/২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতি কেজি টেংরা মাছ ৩০০/৪০০, মলা ৪০০, পাবদা ৪৫০, শিং মাছ ৩০০/৫৫০ টাকায় বিক্রি হতে দেখা যায়। শহরের ফতেহ আলী বাজারে আকারভেদে প্রতি কেজি ইলিশ মাছ ৬৫০ থেকে ১৬শ’ টাকায় বিক্রি হতে দেখা যায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী-পুরুষের অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন? প্রশ্ন জামায়াত আমিরের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধান উপদেষ্টার

কুষ্টিয়ায় বজ্রপাতে ট্রলিচালক নিহত 

 মধ্যরাতেই শেষ হচ্ছে দুই মাসের নিষেধাজ্ঞার, প্রস্তুত জেলেরা

২৫০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি