ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

শ্যামা সুন্দরী খাল সংস্কার কাজে ১৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ

শ্যামা সুন্দরী খাল সংস্কার কাজে ১৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ, ছবি সংগৃহীত

রংপুর প্রতিনিধি : শ্যামা সুন্দরী খাল সংস্কারের জন্য নতুন করে ১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে রংপুর পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পটি কবে বাস্তবায়ন হবে তা জানাতে পারেননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এর আগে খাল সংস্কারের জন্য রংপুর সিটি করপোরেশন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরও সংস্কারের নামে কোটি কোটি টাকা খরচ করা হলেও তা কোনো কাজে আসেনি।

রংপুর নগরীর বিভিন্ন পাড়া-মহল্লার ভিতর দিয়ে প্রবাহিত ১৬ কিলোমিটার দীর্ঘ এই খালটি কেল্লাবন্ধ এলাকায় শুরু হয়ে খোসকা ঘাঘটে গিয়ে মিলিত হয়েছে। আগে খালটির প্রশস্ততা ছিলো একশ’ ফুট ও গভীরতা ছিল ৪০ ফুট। এখন প্রশস্ততা নেমে এসেছে ২০ থেকে ২৫ ফুট আল গভীরতা দাঁড়িয়েছে ৫-৭ ফুটে।

দখল আর দূষণে সরু এই খালটি সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এর আগে ২০০৯ সালে ১২ কোটি ও ২০১২ সালে খালটি খনন ও সংস্কারে ব্যয় হয় ২৪ কোটি ৮০ লাখ টাকা। অথচ এর সুফল পাননি নগরবাসী।
রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা যায়, রংপুর নগরীর ভেতর দিয়ে প্রবাহিত শ্যামা সুন্দরী খালের দৈর্ঘ্য প্রায় ১৬ কিলোমিটার। একসময় শহরের পানি নিষ্কাশনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। একইসাথে পরিণত হয়েছে মশা-মাছির প্রজনন ক্ষেত্রে। সামান্য বৃষ্টিতে খালটিতে জলাবদ্ধতা দেখা দেয়। নতুন করে খালটির সংস্কারে ১৫ কোটি টাকার প্রকল্প নেয়ার উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। যেখানে শ্যামা সুন্দরী সংস্কারের পাশাপাশি দু’পাশে গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন

রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মাহবুবর রহমান জানান, প্রাথমিকভাবে শ্যামা সুন্দরী পরিষ্কারের পাশাপাশি দু’পাশে গাছ লাগানো হবে। এরপর স্টাডি করে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে শ্যামা সুন্দরীর স্থায়ী সমাধানে কাজ করা হবে।

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রিভারাইন পিপলের পরিচালক ড. তুহিন ওয়াদুদ বলেন, শ্যামা সুন্দরীর সংস্কার জেলা প্রশাসন, সিটি করপোরেশন বা পানি উন্নয়ন বোর্ডের একার পক্ষে সম্ভব না। এ কাজের জন্য সমন্বিত প্রকল্প নিতে হবে। যেখানে পরিবেশ থেকে শুরু করে সিটি করপোরেশন, এলজিইডিসহ সংশ্লিষ্ট সবাইকে মিলে একটা প্রকল্প নিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে : শ্রম উপদেষ্টা

রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ

বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দেশ নতুন করে গড়তে পারস্পরিক আস্থার পরিবেশ সুদৃঢ় করতে হবে

গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত আরও ৩৫

এবার পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত, সতর্ক ইসলামাবাদ