ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মুসল্লিদের মানববন্ধন

চীনের অর্থায়নে প্রস্তাবিত হাসপাতাল পঞ্চগড়ে স্থাপনের দাবিতে মুসল্লিদের মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি : চীনের অর্থায়নে রংপুর বিভাগে এক হাজার শয্যার প্রস্তাবিত মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপন করার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসল্লিরা। আজ শুক্রবার (১৮ এপ্রিল) জুমার নামাজের পর পঞ্চগড় চৌরঙ্গী মোড়ে এই কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার হাজারও মুসল্লি অংশ নেন।

পঞ্চগড় জেলার সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে জুমার নামাজের পর বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা চৌরঙ্গী মোড়ে জমায়েত হন। সেখানে অবস্থান ও মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন মসজিদের খতিবদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মাজেদুর রহমান, শাহিনুল ইসলাম, হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন, লিয়াকত আলী ও ময়নুল ইসলাম। আরও বক্তব্য দেন বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন রণিক, ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান প্রমুখ।

বক্তারা বলেন, পঞ্চগড়ে এক হাজার শয্যার মেডিকেল কলেজ ও হাসপাতাল করার যৌক্তিকতা সবচেয়ে বেশি। উত্তরাঞ্চলের মধ্যে স্বাস্থ্যখাতে সবচেয়ে পিছিয়ে এ জনপদ। সরকারি হাসপাতালগুলোতে পদের তিন ভাগের একভাগও চিকিৎসক নেই। রাত দুপুরে রোগী নিয়ে ছুটতে হয় রংপুর দিনাজপুর কিংবা ঢাকায়। পথেই মারা যায় অনেক রোগী।

আরও পড়ুন

এভাবেই বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে পঞ্চগড়। এই জেলায় মেডিকেল কলেজ ও হাসপাতালটি হলে শুধু উত্তরাঞ্চল নয় নেপাল, ভুটান ও ভারতের একটি অংশের মানুষও পড়াশুনার পাশাপাশি চিকিৎসা সুবিধা নিতে পারবে। এলাকাটি চিকিৎসার প্রাণকেন্দ্রে পরিণত হবে। বাড়বে সরকারের আয়ও।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সীগঞ্জে ভাড়া বাসা থেকে  শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চলছে অভিনয়শিল্পী সংঘের নির্বাচনের ভোটগ্রহণ

টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে হত্যার শিকার করেছে মা

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথির ক্ষেপণাস্ত্র হামলা 

‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজন নিয়ে আসছেন অমি

একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতা আনতে জুলাই অভ্যুত্থান হয়নি: নাহিদ ইসলাম