ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে মেয়েকে বিয়ে না দেয়ায় কৃষকের জমির ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার সারিয়াকান্দিতে মেয়েকে বিয়ে না দেয়ায় কৃষকের জমির ফসল নষ্টের অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে এক কৃষকের মেয়েকে বিয়ে করতে না পেরে রাতের আঁধারে তার জমির পটল এবং কলাগাছ কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে ফুলবাড়ি ইউনিয়নের চৌকিবাড়ি গ্রামের কৃষক পটল মিয়া (৪৭) আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে সারিয়াকান্দি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ফুলবাড়ির চৌকিবাড়ি গ্রামের রুস্তম আকন্দের ছেলে জেনিস আকন্দ (৩৫) কৃষক পটল মিয়ার বাড়িতে বাড়ি নির্মানের বিভিন্ন মালামাল সরবরাহ করতো। পরিচয়ের সূত্র ধরে জেনিস পটলের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় এবং তার স্কুলে গিয়েও নানাভাবে তাকে উত্তক্ত করে। এরপরে জেনিস পটলের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়। কৃষক পটল এ প্রস্তাবে রাজি না হলে জেনিস পটলকে নানাভাবে হুমকি দেয় এবং তার ক্ষতি করার কথা বলে।

এদিকে আজ শনিবার সকালে পটল মিয়া তার জমিতে গিয়ে দেখে তার ৫০ শতাংশ জমির সদ্য পটল ধরা গাছের গোড়া কেটে দেয় এবং কলার গাছ কেটে মাটিতে ফেলে রেখে গেছে। এতে পটল মিয়ার ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। কৃষক পটলের ধারণা তার মেয়েকে বিয়ে করতে না পেরে জেনিস এ ঘটনা ঘটিয়েছে।

আরও পড়ুন

পটল মিয়া বলেন, জেনিসের অত্যাচারে আমি মেয়েকে আমার শ্বশুরবাড়ি রেখে এসেছি। জেনিস সেখানেও গিয়ে আমার মেয়েকে অত্যাচার করে। আজ শনিবার (১৯ এপ্রিল) সকালে জমিতে গিয়ে দেখি আমার ৫০ শতাংশ জমির সব ফসল রাতের আঁধারে কেটে নষ্ট করে ফেলেছে।

এ বিষয়ে অভিযুক্ত জেনিসের সাথে কথা বলার চেষ্টা করে তার কোনও বক্তব্য পাওয়া যায়নি। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে সঠিক তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

আমরা এখন ভয়ঙ্কর সময় অতিক্রম করছি - রুহুল কবির রিজভী

মাদক ব্যবসায়ীদের জেলখানা ছাড়া জায়গা হবে না - পুলিশ সুপার, দিনাজপুর

পাবনায় তর তর করে বাড়ছে পেঁয়াজের দাম, কেজিতে বেড়েছে ২০ টাকা

বগুড়ার শিবগঞ্জে বাড়িতে হামলা গৃহবধূসহ ৪ জন আহত

নাটোরের বড়াইগ্রামে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার