ভিডিও শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা হত্যার ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা হত্যার ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী (৪৫) হত্যাকান্ডের মূল হোতা নান্টুসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা। আজ শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০ টার দিকে নগরীর হড়গ্রাম এলাকার র‌্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু মিয়া (২৮) ও একই এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮)। এর মধ্যে নান্টু মিয়া এই হত্যাকান্ডের মূল হোতা। আর খোকন মিয়া এই মামলার তিন নম্বর আসামি। তাদের গতকাল শুক্রবার গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়া থেকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, গ্রেফতারকৃত আসামিরা ঘটনার পর কোন আত্মীয় স্বজনের বাসায় না গিয়ে গোপনে তারা ভ্যানযোগে নওগাঁর উদ্দেশ্যে রওনা দেয়। এরপর ভ্যানচালকের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে রাতে আশ্রয় নেয়।

তিনি আরও বলেন, গভীর রাতে নওগাঁ সদরের রামরায়পুরের আড়আরাপাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সকালে আসামিদের নগরীর বোয়ালিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকা থেকে রুমেল (২৫) নামের এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া রুমেল তালাইমারী এলাকার রেজাউল ইসলামের ছেলে। তিনি ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

প্রসঙ্গত, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা আকরাম আলীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ সময় তার ছেলে ইমাম হাসান অনন্ত আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকরাম আলীকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় নিহতের ছেলে ইমাম হাসান অনন্ত বাদি হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় আসামিরা হলেন- তালাইমারী শহিদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু (২৮), মৃত রতনের ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে মো. খোকন মিয়া (২৮), তালাইমারী বাবর আলী রোড এলাকার শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫) ও মো. অমি (২৫), জামালের ছেলে মো. নাহিদ (২৫) এবং পিরুর ছেলে মো. শিশির (২০)।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানার ওসি মোস্তাক আহমেদ বলেন, আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিলেন শিক্ষার্থীরা

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে ৪ জনপ্রতিনিধিসহ ৫ আ.লীগ নেতাকে আটক

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

আমরা এখন ভয়ঙ্কর সময় অতিক্রম করছি - রুহুল কবির রিজভী