গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে বিষধর সাপের কামড়ে এক কিশোরী মারা গেছে। গতকাল সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটে কিশোরগাড়ী ইউনিয়নের গণেশপুর বাজার এলাকায়। মৃত মোছাঃ মনি আক্তার (১৩) আশরাফুল মিয়ার কন্যা।
জানা যায়, প্রতিদিনের মত ঘটনার দিন সন্ধ্যার বাড়ির সামনে খেলার সময় বিষধর সাপে কামড় দিলে মেয়েটি চিৎকার দেয়। তার চিৎকারে মা’সহ অন্যরা বাড়ি থেকে বের হয়ে দেখেন মনি মাটিতে পড়ে ছটফট করছে। স্থানীয়রা তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য এমরান।
আরও পড়ুনমন্তব্য করুন