ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

পুত্রবধূকে হত্যা করান শাশুড়ি, ৪ বছর পর ভাড়াটে খুনি গ্রেপ্তার

পুত্রবধূকে হত্যা করান শাশুড়ি, ৪ বছর পর ভাড়াটে খুনি গ্রেপ্তার

চট্টগ্রামে চার বছর আগে খুন হওয়া গৃহবধূ মাহাবুবা আক্তার খুনের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই বলছে, শাশুড়ি দেড় লাখ টাকা দিয়ে খুনি ভাড়া করে এনে খুন করান পুত্রবধূকে। এরপর সাজান ডাকাতির নাটক। এ ঘটনায় গ্রেপ্তার মো. আরিফের জবানবন্দিতে উঠে এসে এসব তথ্য।

পিবিআই সূত্রে জানা গেছে, চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নারিকেল তলা এলাকায় ২০২১ সালের ১৬ জুলাই ৬ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মাহাবুবা আক্তারকে (২৪) হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের ভাই মো. মিশকাত চট্টগ্রামের ইপিজেড থানায় মামলা দায়ের করেন। খুনের ঘটনায় গত রবিবার (২৪ আগস্ট) মো. আরিফ নামের একজনকে গ্রেপ্তার করে পিবিআই। এরপর সোমবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন মো. আরিফ।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা তার জবানবন্দি রেকর্ড করেছেন।

পিবিআই সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আপন খালাতো ভাই মো. গোফরানের সঙ্গে ভিকটিম মাহাবুবা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মাহাবুবাকে তার স্বামী, শাশুড়ি মিলে অত্যাচার, নির্যাতন করতেন। শাশুড়ি নাজনিন বেগম, স্বামী মো. আব্দুল গোফরান এবং গোফরানদের ভাড়াটিয়া মো. আরিফ ও অজ্ঞাতপরিচয় আসামিরা পরিকল্পিতভাবে মাহাবুবা আক্তারকে ২০২১ সালের ১৬ জুলাই হত্যা করে।

ঘটনার পরপরই আসামিরা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য তাদের বাসায় ডাকাতি হয়েছে এবং ডাকাতরা তাকে হত্যা করছে বলে প্রচার করে।

আরও পড়ুন

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, পিবিআই চট্টগ্রাম মেট্রোতে মামলাটি গ্রহণের পর মামলাটির গুরুত্ব বিবেচনা করে ব্যাপক তদন্ত শুরু হয়। গত ২৪ আগস্ট ঘটনার মূল পরিকল্পনাকারী পলাতক আসামি মো. আরিফকে আতুরার ডিপো থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি ঘটনার পরিকল্পনা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। আসামির জবানবন্দির বরাত দিয়ে রুহুল কবীর খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরিফ ঘটনার কথা স্বীকার করেছেন।

আরিফ ফ্রিপোর্ট এলাকায় গার্মেন্টসে চাকরি করতেন। আসামি নাজনিন বেগম তাকে তার পূত্রবধু মাহাবুবা আক্তারকে হত্যার জন্য প্রস্তাব দিলে সে রাজি হয়। এর বিনিময়ে নাজনিনের সঙ্গে তার দেড় লাখ টাকার চুক্তি হয়। আরিফ হত্যাকাণ্ড সম্পন্ন করতে পূর্বপরিচিত ৩ ব্যক্তিকে ভাড়া করেন। তাদের পরিকল্পনায় ২০২১ সালের ১৬ জুলাই মাহাবুবাকে নামাজরত অবস্থায় গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআই চট্টগ্রাম মেট্রোর এসআই মহসীন চৌধুরী বলেন, গোফরানের তৃতীয় স্ত্রী হচ্ছে মাহবুবা। এর আগের দুই স্ত্রীকে তালাক দিয়েছিলেন গোফরান। আরিফকে ২৫ আগস্ট আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

সাবেক বনমন্ত্রী ও প্রধান বন সংরক্ষকের দুর্নীতি অনুসন্ধানে দুদক

মাধবপুরে জুতা ছুড়ে ফেলায় ছুরিকাঘাতে সহপাঠীকে হত্যা

দিনাজপুরের ফুলবাড়ী হাসপাতালে অভিযান দুই দালালের জরিমানা

সানস্ক্রিন রোদ থেকে যেভাবে ত্বককে বাঁচায়

স্বামীকে থানায় খাবার দিতে গিয়ে স্ত্রীও গ্রেপ্তার