ভিডিও রবিবার, ২০ এপ্রিল ২০২৫

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান। ছবি : দৈনিক করতোয়া

লালমনিরহাট প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আওয়ামী লীগ সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, তাদের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আর তার দায় চাপানো হয়েছে জামায়াতের ওপর। গত ৫৪ বছরে কোন সরকার দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তিনি বলেন, আমরা কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয়, বড় বিষয়  আমরা সবাই বাংলাদেশি। সকল বাংলাদেশিদের নিয়ে আমরা কোরআনের আলোকে নতুন বাংলাদেশ তৈরির মাধ্যমে সাধারণ মানুষের সেই নিরাপত্তা নিশ্চিত করতে চাই।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াতের আমির বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদিরা এখনও রয়েছে।

একটি গোষ্ঠী এখন চাঁদাবাজিতে মহাব্যস্ত। জনগণ এ থেকে পরিত্রাণ চায়। আমরা জনগণের দাবি বাস্তবায়নেরআলোকে চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ গড়তে চাই। ডা. শফিকুর রহমান আরও বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে দু’টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে, তা হলো-প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার। নির্বাচনের আগে দৃশ্যমান, গ্রহণযোগ্য এবং মৌলিক সংস্কার প্রয়োজন। সংস্কার প্রক্রিয়ায় আমরা সরকারকে সহায়তা করতে চাই। সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়।

তিনি বলেন, ফ্যাসিস্টদের বিচার এমনভাবে হওয়া উচিত, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়। নির্বাচনকে এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে কেউ সহজে প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এ বিষয়ে দলগুলোর মধ্যে আরও সংলাপ ও আলোচনার প্রয়োজন রয়েছে। ভারত প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ভারত আমাদের প্রতিবেশী। ভারত আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের সাথে আমরা বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই। সম্পর্ক কেমন হবে তা ভারতকেই নিশ্চিত করতে হবে।

সেনাবাহিনী সম্পর্কে বলতে গিয়ে জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগ সেনাবাহিনীকে ধ্বংসের মধ্য দিয়ে তাদের ধ্বংসলীলা শুরু করেছে। আর জামায়াতকে ধ্বংসের মধ্য দিয়ে সেই খেলা তারা শেষ করেছে। আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছে। কিন্তু আজ আওয়ামী লীগ মানুষের অন্তর থেকেই নিষিদ্ধ হয়েছে।

আরও পড়ুন


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মমতাজ আলী ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল প্রমুখ।

জনসভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন লালমনিরহাট এক আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী আনোরুল ইসলাম রাজু, লালমনিরহাট দুই আসনে জামায়াতের এমপি প্রার্থী ফিরোজ হায়দার লাভলু এবং লালমনিরহাট-৩ সদর আসনের প্রার্থী হারুন অর রশিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে তিনি বিকেলে নীলফামারীর জলঢাকা স্টেডিয়ামে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় জামায়াতে আমির বলেন, দৃশ্যমান বিচার ও সংস্কার ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।

গুরুত্বপূর্ণ দুটি সংস্কারের মধ্যে একটি হচ্ছে-খুনিদের বিচার আর অন্যটি হচ্ছে সংস্কার। এই দুটি ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। জলঢাকা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল হাসানের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা কলাবাগান থানা জামায়াতে আমির জাহিনুর রহমান, জেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য মাওলানা মো. ওবায়দুল্লাহ সালাফী, জামায়াত নেতা আব্দুর রশিদ, অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, মোখলেছুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েটে ভিসির প্রতীকী চেয়ারে আগুন দিলেন শিক্ষার্থীরা

সিলেটে বেপরোয়া  ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরে ৪ জনপ্রতিনিধিসহ ৫ আ.লীগ নেতাকে আটক

প্রাথমিকের সহকারী শিক্ষকদের জন্য বড় সুখবর

জামায়াতে ইসলামী নয়, আজ আ’লীগই মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে - ডা. শফিকুর রহমান

আমরা এখন ভয়ঙ্কর সময় অতিক্রম করছি - রুহুল কবির রিজভী