রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির রংপুর জেলা ও মহানগর কার্যালয়ে হামলার আশঙ্কায় সেখানে অবস্থান নিয়েছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। সেখানে উপস্থিত নেতারা জানিয়েছেন, আওয়ামী লীগের পক্ষে কিংবা বিপক্ষে কোন অবস্থানেই জাতীয় পার্টি নেই।
আমাদের অফিসে এসে কেউ যদি ঝামেলা করার চেষ্টা করে তাহলে প্রতিরোধ করা হবে। রাজধানীতে মব প্রতিহত করতে ভিপি নুরসহ অন্যদের ওপর যে হামলা হয়েছে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী করেছে। এর সাথে জাতীয় পার্টির কোনো সম্পর্ক নেই।
আজ শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে নগরীর সেন্ট্রাল রোড়স্থ জাতীয় পার্টির অফিসের সামনে অবস্থান নেন দলটির নেতাকর্মীরা। সেখানে কেন্দ্রীয়, জেলা ও মহানগরসহ জাপার শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত হন। নেতৃবৃন্দ ছাড়াও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের আশেপাশে অবস্থান নিয়েছেন।
সেখানে অবস্থান নেয়া রংপুর জেলা জাতীয় ছাত্রসমাজের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ জানান, গণঅধিকার পরিষদে আওয়ামী লীগের বহু নেতাকে পুনর্বাসন করা হয়েছে। আওয়ামী লীগকে প্রমোট করেছে তারা। কিন্তু দায়সারা হিসেবে জাতীয় পার্টির ওপর দোষ চাপানোর একটা চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনরংপুর মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনিছ বলেন, মিডিয়ার মাধ্যমে রাতেই জানতে পারি, এনসিপি, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠন সারাদেশের জাতীয় পার্টির অফিসগুলো অভিমুখে লংমার্চ ঘোষণা করেছে। ওরা আমাদের অফিস এসে ভাঙচুর করতে চাইলে, সেটা প্রতিহত করবো।
অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, আওয়ামী লীগের সাথে জাতীয় পার্টির কোন সম্পর্ক নেই। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তখন তারা জাতীয় পার্টিকে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে।
দলীয় কার্যালয়ে উপস্থিত জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, স্বাধীনতার বিপক্ষের শক্তিগুলো বিএনপিকে কালার করার চেষ্টা করছে। আমাদের ওপর কেউ যদি আক্রমন করার চেষ্টা করে আমরা তা প্রতিহত করবো। আমরা দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি বলে জানান তিনি।
মন্তব্য করুন