বিশ্বনেতাদের একসঙ্গে জলবায়ু সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান প্রধান উপদেষ্টার

জলবায়ু সংকট মোকাবিলায় আঞ্চলিক ও বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে এ আহ্বান জানান তিনি। এই সরকার দায়িত্ব নিয়ে একটা ভঙ্গুর অর্থনীতি থেকে বাংলাদেশকে টেনে তুলছেন বলেও জানান প্রধান উপদেষ্টা। সোমবার (২১ এপ্রিল) ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশের একটি প্রতিনিধি দল।
সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। তিনি বলেন, স্বৈরাচারী সরকারের ধ্বংস করে দেয়া অর্থনীতিকে টেনে তুলছে অন্তর্বর্তী সরকার।
জলবায়ু- সহনশীল নগর উন্নয়নের প্রতিশ্রুতি ধরে দেশের সংস্কার কার্যক্রমের কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, জলবায়ু সংকট মোকাবিলায় নেয়া নানা পদক্ষেপের কথা।
আরও পড়ুনজলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ ঘটছে। তাই আঞ্চলিক ও বিশ্বনেতাদের একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।সামাজিক ব্যবসার মাধ্যমে গ্রামীণ সমাজের মতো নগর অঞ্চলেও দারিদ্র্য বিমোচনের কথা জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস।
মন্তব্য করুন