ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ডাকাতি

ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় অস্ত্র ঠেকিয়ে বাড়িতে ডাকাতি

নিউজ ডেস্ক:  খুলনার ফুলতলা সিলিন্দামারী গ্রামের  বটিয়াঘাটা থানার পাশে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। 

সোমবার ভোর ৫টার দিকে থানাসংলগ্ন আলহাজ মোদাচ্ছের হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। 

এ সময় ডাকাতদল নগদ ৮২ হাজার টাকা, প্রায় ১০ ভরি স্বর্ণালংকারসহ ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোদাচ্ছের হোসেন ফজরের নামাজ আদায়ের জন্য ওজু করতে ঘুম থেকে ওঠেন। এ সময় তিনি দরজা খুলে বাইরে ১০-১২ জন লোককে দাঁড়িয়ে থাকতে দেখেন। তারা দরজা ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেই মোদাচ্ছেরের গলায় অস্ত্র ঠেকিয়ে দোতলায় নিয়ে যান। এরপর ডাকাতদল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি থেকে ১০ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৮২ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন এবং আলমারিতে থাকা কাপড় লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ১৩ লাখ টাকা। 

আরও পড়ুন

মো. মোদাচ্ছের আলী জানান, ফজরের আজান দিলে তিনি নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় কয়েকজন লোক ঘরের ভেতর প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে ঢুকে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে পালিয়ে যায়। সকালে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বটিয়াঘাটা থানার অফিসার ইনিচার্জ মো. মনিরুল ইসলাম বলেন, ‘‘পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী মৌখিকভাবে থানায় বিষয়টি জানিয়েছেন। পুলিশের মোবাইল টিম লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য কাজ শুরু করছে।’’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়ায় মামা-ভাগ্নেকে কুপিয়ে হত্যা 

 খোঁজ নেই নেপালের প্রধানমন্ত্রী ওলির

সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হলেন সেই তামান্না

শেখ হাসিনা-কামালসহ তিনজনের বিরুদ্ধে ১৫তম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

ডাকসুর এজিএস পদে জয়ী হলেন মহিউদ্দীন খান

পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় হাসিনার নামে লকারের সন্ধান