চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে আরও এক যুবদল কর্মী নিহত

নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলার গাজীপাড়া বাজারের একটি দোকানে বসে থাকার সময় মুহাম্মদ ইব্রাহিম (৩০) নামে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে তাকে মাথায় ও বুকে গুলি করে হত্যা করা হয়।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত যুবদল কর্মী মুহাম্মদ ইব্রাহিম (৩০) রাউজানের আদর্শ গুচ্ছগ্রামের মুহাম্মদ আলমের ছেলে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী ছিলেন মুহাম্মদ ইব্রাহিম বলে জানা গেছে।
আরও পড়ুনএর আগে, গত শনিবার রাতে রাউজান থানার বাগোয়ান ইউনিয়নে গরিব উল্লাহপাড়া গ্রামে যুবদল কর্মী মুহাম্মদ মানিক আবদুল্লাহকে (৩৬) গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে গাজীপাড়া বাজারে একটি দোকানে বসে ছিলেন মুহাম্মদ ইব্রাহিম। এসময় তিনটি অটোরিকশায় ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী বাজারে এসে ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি করে। মাথায় ও বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুহাম্মদ ইব্রাহিম।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্ঠা চলছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
মন্তব্য করুন