ভিডিও শনিবার, ২৬ এপ্রিল ২০২৫

তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস

তাপপ্রবাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, ছবি: সংগৃহীত।

দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তবে এই অবস্থার মধ্যেই রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ শনিবার (২৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগসহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকর সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

রবিবার (২৭ এপ্রিল) রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়; রংপুর, খুলনা ও চট্টগ্রামি বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এই সময়ে সারা দেশে দিতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। সোমবার (২৮ এপ্রিল) রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায়; ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিশো চমকে দেওয়ার মতো সুবাতাস : আফজাল হোসেন

স্বেচ্ছাসেবক দলের কর্মীরা হার মানে না, তারা গণতন্ত্রের যোদ্ধা - মোশারফ হোসেন

অটোরিকশা তৈরির ওয়ার্কশপে শিগগিরই অভিযান: ডিএনসিসি প্রশাসক

নওগাঁর নিয়ামতপুরে সরকারি রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

কিশোরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু

সাড়া ফেলেছেন ‘তুই আমার হয়ে যা’তে, আসছে ‘লং ড্রাইভ’