ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

পিএসজিকে অপরাজিত থাকতে দিলো না নিস

পিএসজিকে অপরাজিত থাকতে দিলো না নিস, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : চলতি মাসের শুরুতেই ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করেছে পিএসজি। তারপর অপরাজিত থেকে প্রথম ফরাসি ক্লাব হিসেবে মৌসুম শেষ করার স্বপ্ন দেখছিল। সেই স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে নিস। ঘরের মাঠে পিএসজিকে ৩-১ গোলে হারিয়েছে তারা। তাতে আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের আগে এই পরাজয় ধাক্কা হয়েই এসেছে তাদের জন্য।  

নিস’র হয়ে জোড়া গোল করেছেন মরগ্যান স্যানসন। ফাবিয়ান রুইজ প্রথমার্ধে পিএসজিকে সমতায় ফিরিয়েছিলেন। শুরুর গোলটি করেছিলেন স্যানসন। কিন্তু বিরতির পর ২২ সেকেন্ডের মাথায় দ্বিতীয় গোল করে দলকে আবার এগিয়ে দেন তিনি। শেষ দিকে স্কোর ৩-১ করেন  ইউসুফ এনদায়িসিমিয়ে।  অপরাজিত থাকার স্বপ্ন চূর্ণ হলেও বাস্তবতা মেনে নিচ্ছেন পিএসজি কোচ লুইস এনরিকে, ‘আমার কাছে ফলাফল মোটেও ন্যায্য নয়। কিন্তু এটাই ফুটবল। ব্যাপারটা গ্রহণ খরতে হবে।’

আরও পড়ুন

অথচ এই ম্যাচে দাপট ছিল পিএসজি’র। ৭৬ শতাংশ বল দখলে ছিল তাদের। গোলেও শট নিয়েছিল ৩০টি। এই মৌসুমে তারা লিগ ওয়ানে অপরাজিত ছিল ৩০ ম্যাচ। গত বছরের ১২ মে ঘরের মাঠে তুলুজের বিপক্ষে ৩-১ গোলে পরাজয়ের পর ফরাসি কোনও প্রতিপক্ষের কাছে সর্বশেষ ৪১ ম্যাচে হার ছিল না। এই পরাজয়ে মৌসুমের শুরু থেকে দীর্ঘ সময় অপরাজিত থাকার রেকর্ডেও ভাগ বসাতে ব্যর্থ হয়েছে পিএসজি। এই রেকর্ডের মালিক নঁতে। তারা ১৯৯৪-৯৫ মৌসুমে শিরোপা জয়ের পথে ৩২ ম্যাচ অপরাজিত ছিল। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪, আহত পাঁচ শতাধিক

কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য

২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নব দম্পতি নিহত

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ