ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

দিনাজপুরের নবাবগঞ্জে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ১

দিনাজপুরের নবাবগঞ্জে স্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা, গ্রেফতার ১

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে শাহাজুল ইসলাম (৬০) নামে একস্কুল শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহতের ছেলে এসএম শিবলী সাদিক বাদি হয়ে গতকাল শুক্রবার দিনগত রাতে ওই মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার বিনোদনগর ইউনিয়নের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই গ্রামের শাহাজুল ইসলাম নিকটস্থ তাহেরগঞ্জ বাজারে যায়। সেখানে পাওনা টাকা বিষয়কে কেন্দ্র করে মামলার প্রতিপক্ষরা শিক্ষক শাহাজুল ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

তিনি গালিগালাজ করতে নিষেধ করলে প্রতিপক্ষরা তাকে মারপিট করে। সংবাদ পেয়ে শাহাজুলের ছেলে এসএম শিবলী সাদিক তার ছোট ভাইকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা আরও ক্ষিপ্ত হয়ে উঠে এবং মোটরসাইকেলের চেন ক্রাং এর সাথে ষ্টীলের পাইপ ঝালাই দেয়া অস্ত্র দিয়ে আঘাত করে।

আরও পড়ুন

এসময় স্থানীয়রা কুশদহ (গোচার) গ্রামের (বর্তমান ঠিকানা নারায়ণপুর বালুপাড়া) রেজাউল ইসলামের ছেলে রবিউল ইসলাম ওরফে রনিকে (৩৫) আটক করে রাখে। সংবাদ পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক রবিউল ইসলাম ওরফে রনিকে হেফাজতে নেয়।

প্রতিপক্ষের মারপিটে শিক্ষক শাহাজুল ইসলাম ও তার ২ ছেলে গুরুতর আহত হয়। তাদেরকে সাথে সাথে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিক্ষক শাহাজুল ইসলামকে মৃত ঘোষণা করেন। পুলিশ জানায় আটক রবিউল ইসলাম ওরফে রনিকে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আজ শনিবার (২৬ এপ্রিল) আদালতে সোপর্দ করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪, আহত পাঁচ শতাধিক

কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য

২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নব দম্পতি নিহত

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ