কিশোরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু
_original_1745678230.jpg)
কিশোরগঞ্জের ইটনায় ধনু নদীতে গোসল করতে নেমে অদিতী রাণী দাস (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা সদরের দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
মারা যাওয়া অদিতী একই গ্রামের বাসিন্দা অবিকল দাসের মেয়ে।
দাসপাড়া গ্রামের বাসিন্দা বিকাশ দাস জানান, আজ দুপুরে মেয়ে অদিতীকে নিয়ে ধনু নদীতে গোসল করতে যান অবিকল দাস। গোসল শেষে অদিতীকে বাড়ির দিকে কিছুটা এগিয়ে দিয়ে নৌকা নিয়ে ধান আনতে যান তিনি। অদিতী আবারো নদীতে নেমে গোসল করতে শুরু করে। এক পর্যায়ে সে নদীর পানিতে ডুবে যায়।
আরও পড়ুনঅদিতীকে অনেকক্ষণ দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় তাকে খুঁজতে শুরু করের। এসময় একজন তাদের জানান, অদিতীকে তিনি নদীর পাড়ে যেতে দেখেছেন। পরে স্বজনরা শিশুটিকে নদীতে গিয়ে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে স্থানীয় বাসিন্দা নিধু রঞ্জন দাস শিশুটির মরদেহ খুঁজে পান।
ইটনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন বলেন, “বিষয়টি আমরা জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
মন্তব্য করুন