ভিডিও রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

নওগাঁর নিয়ামতপুরে সরকারি রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে সরকারি রাস্তা দখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ। প্রতীকী ছবি

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সরকারি রাস্তা দখল করে পাকা বাড়িঘর নির্মাণের অভিযোগ উঠেছে। এ বিষয়ে সহকারী কমিশনারের (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকাবাসী মৌখিকভাবে বাধা দিলেও কোন কাজ হয়নি। উপরন্তু দখলকারীরা অভিযোগকারীদের নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার পাড়ইল ইউনিয়নের জোতমহন গ্রামে শত বছরের পুরোনো রাস্তাটি ভূজইল-ভোলার মোড় পাকা সড়কে গিয়ে মিশেছে। গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তা এইটি। এলাকার কৃষকরা রাস্তাটি ব্যবহার করে খুব সহজে উৎপাদিত পণ্য আনা-নেওয়া করতে পারতেন। অথচ গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে আব্বাস আলী, মৃত- হাকিম শেখের ছেলে সাইফুল ইসলাম, মৃত দসিমুদ্দিনের ছেলে নাজমুল হুদা ওই রাস্তা দখল করে পাকা বাড়িঘর নির্মাণ করেছেন।

অবৈধভাবে দখল করে বাড়িঘর নির্মাণ করায় রাস্তাটি এখন 'আইলে' পরিণত হয়েছে। রাস্তাটি দিয়ে এখন সব রকম যানবাহন চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। গ্রামবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয়ভাবে অনেক দেনদরবার করেও তা উদ্ধারে ব্যর্থ হন। পরবর্তী সময়ে এলাকার লোকজন গত ২২ এপ্রিল সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বরাবর লিখিত অভিযোগ দেন।

আরও পড়ুন

এ বিষয়ে দখলদার বাড়ি নির্মাণকারী আব্বাস আলী বলেন, আমি সরকারি জায়গায় বাড়ি নির্মাণ করছি। গ্রামের প্রায় সবাই সরকারের জায়গায় বাড়ি করে আছে। তাই আমিও করছি। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, আমি এখন পর্যন্ত আবেদন পাই নাই। পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪, আহত পাঁচ শতাধিক

কান চলচ্চিত্র উৎসবে রাজীবের স্বল্পদৈর্ঘ্য

২ মে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি

অন্তিম শয়ানে পোপ ফ্রান্সিস

রেললাইনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় নব দম্পতি নিহত

প্রধান উপদেষ্টার সঙ্গে উরুগুয়ের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ