ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

অভিনেতা ইরেশ যাকেরের নামে হত্যা মামলা

অভিনেতা ইরেশ যাকেরের নাম হত্যা মামলা

বিনোদন ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনাসহ আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলার অভিযোগ ওঠে। সর্বশেষ আন্দোলনে নিহত বিএনপি কর্মী মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে শেখ হাসিনা, অভিনেতা ইরেশ যাকেরসহ ৪০৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, নিহতের ভাই মোস্তাফিজুর রহমান বাপ্পী রোববার (২০ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করার আবেদন করেন। ওইদিন আদালত তার জবানবন্দি গ্রহণ করে এবং মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জকে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী-এমপি, ঢাকার সাবেক দুই মেয়র, কয়েকজন সাংবাদিক, ব্যবসায়ী, নির্বাচন কমিশনার, আইনজীবী ও অভিনেতাসহ মোট ৪০৮ জনের নাম রয়েছে। অভিনেতা ইরেশ যাকেরকে এজাহারে ১৫৭ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

বাদি মোস্তাফিজুর রহমান তার অভিযোগে বলেন, তার ছোট ভাই মাহফুজ আলম শ্রাবণ (২১) বিএনপি’র একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি রেনেটা কোম্পানিতে ছয় মাস ধরে ক্যাজুয়াল কর্মচারী হিসেবে কাজ করতেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে শ্রাবণ নিয়মিতভাবে আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ছাত্রদের পক্ষে স্লোগান দেন।

আরও পড়ুন

বাদির দাবি, গত বছরের ৫ আগস্ট দুপুর আড়াইটার দিকে ছাত্র-জনতার একটি মিছিল মিরপুর শপিং কমপ্লেক্স ও মিরপুর মডেল থানার মাঝখানের রাস্তা দিয়ে অগ্রসর হচ্ছিল। এসময় আসামিদের নির্দেশে দলটির পাঁচ শতাধিক নেতাকর্মী মিছিলের ওপর হামলা চালায়। তারা সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল, রাবার বুলেট, রাইফেল, শটগান ও পিস্তল দিয়ে গুলি চালায় এবং ককটেল ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ভয়াবহ ত্রাস সৃষ্টি করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, সংঘবদ্ধ হামলার সময় শ্রাবণের বুকের বাম পাশে গুলি লাগে এবং তা ডান পাশের কোমর ছিদ্র করে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় শ্রাবণ মিরপুর মডেল থানার গেটের সামনে রাস্তায় পড়ে যান। এসময় আরও অনেক আন্দোলনকারীও গুলিবিদ্ধ হন। পরে ছাত্র-জনতা শ্রাবণকে উদ্ধার করে মিরপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ

মিটফোর্ড হত্যাকাণ্ডে উদ্বেগ মির্জা ফখরুলের

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে বালু উত্তোলন ভেঙে গেছে প্রধান সড়ক

বগুড়ার ধুনটে পুলিশকে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, গ্রেফতার ১

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ২ লাখ টাকা জরিমানা

স্বৈরাচারের দোসর চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না : রেজাউল করিম বাদশা