ভিডিও সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

চট্টগ্রামে বাবার সম্মাননা গ্রহন করলেন দিঠি আনোয়ার

চট্টগ্রামে বাবার সম্মাননা গ্রহন করলেন দিঠি আনোয়ার

অভি মঈনুদ্দীন ঃ চট্টগ্রামের ‘কবি নজরুল একাডেমি’ আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহন করতে গত শনিবার সকালে চট্টগ্রামে গিয়েছিলেন উপমহাদেশের প্রখ্যাত গীতিকার, প্রযোজক, পরিচালক, কাহিনীকার গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে দিঠি আনোয়ার। এর মূল কারণ ছিলো গাজী মাজহারুল আনোয়ারকে প্রদত্ত সম্মাননা গ্রহন করা। আমাদের বাংলাদেশের গর্ব গাজী মাজহারুল আনোয়ার আমাদের মাঝে না থাকলেও তার সৃষ্টি আমাদের মাঝে রয়েগেছে। তাই তার সৃষ্টির প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়েই গাজী মাজহারুল আনোয়ার’কে সম্মাননায় ভূষিত করা হয়। তারই যোগ্য উত্তরসূরী হিসেবে দিঠি আনোয়ার এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাবাকে দেয়া এই সম্মাননা গ্রহন করেন।

দির্ঠি আনোয়ার বলেন,‘ চট্টগ্রামের কবি নজরুল একাডেমির প্রতি আমি এবং আমাদের পরিবারের সবার আন্তরিক কৃতজ্ঞতা রইলো। একটা কথা বিশেষত বলতে চাই, সম্মাননা কেন্দ্রিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলো সাধারনত রাজধানীতে অর্থাৎ ঢাকাতেই হয়ে থাকে। কিন্তু এর বাইরেও যে কতো চমৎকার সম্মাননা প্রদান অনুষ্ঠান ঢাকার বাইরেও বিশেষত চট্টগ্রামেও যে হয়ে থাকে তা আমি নতুন করে উপলদ্ধি করলাম। আমার আব্বার প্রতি চট্টগ্রামের মানুষের ভালোবাসা দেখে আমি মুগ্ধ। সেইসাথে চট্টগ্রামের কবি নজরুল একাডেমি’ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় আমি মুগ্ধ হয়েছি। আব্বাকে এভাবে সম্মাননা জানানোর জন্য আমি আবারো আন্তরিক ধন্যবাদ জানাই চট্টগ্রামের কবি নজরুল একাডেমির সবাইকে। আব্বা নেই, কিন্তু আব্বার হয়ে আব্বাকে দেয়া এই সম্মাননা গ্রহন করতে পেরে ভীষণ পুলকিত আমি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস্ত নসীব করেন।’

দিঠির সঙ্গে চট্টগ্রামে শাহানা মির্জা আশা। আশাও পুরো আয়োজনটি ভীষণ উপভোগ করেছেন। অনুষ্ঠানে দিঠি সঙ্গীত পরিবেশনও করেন। তার কন্ঠের গান উপস্থিত সকল দর্শক শ্রোতাকে মুগ্ধ করে। এরপর রাতের ফ্লাইটেই দিঠি ও আশা ঢাকায় ফিরে এসে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশন’র অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

আরও পড়ুন

এদিকে দিঠি নিয়মিত গান ও উপস্থাপনা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছেন বলেও জানান।

উল্লেখ্য, গাজী মাজহারুল আনোয়ার বাংলাদেশের একমাত্র গীতিকার, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, কাহিনীকার যিনি জীবদ্দশাতেই একুশে পদক ও স্বাধীনতা পদকে ভূষিত হয়েছিলেন। বিবিসি বাংলা তৈরিকৃত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশটি বাংলা গানের তালিকায় রয়েছে তার লেখা তিনটি গান। ২০২২ সালের ৪ সেপ্টেম্বর গাজী মাজহারুল আনোয়ার ইন্তেকাল করেন। মৃত্যুর সময়টাতে তার মেয়ে দিঠি আনোয়ার দেশের বাইরে থাকলেও তিনি সেদিনই দেশে চলে এসেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজ ফ্লাইট উদ্বোধন, রাতে সৌদি যাচ্ছেন ৩৯৮ যাত্রী

সরকার হতদরিদ্রের মামলার ব্যয়ভার বহন করছে - জেলা জজ, শাহজাহান কবির

বগুড়ার ধুনটে খাবারের খোঁজে লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে দলছুট হনুমান

শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস

এবার সারাদেশের সব পলিটেকনিকে টানা শাটডাউন ঘোষণা

বগুড়ার শেরপুরে সম্পত্তির জন্য দুই ছেলের বিরুদ্ধে বাবাকে আটকে রাখার অভিযোগ