নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা খোকন গ্রেফতার

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা খোকনকে গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। সে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা কমিটিতে সহ-সভাপতি ছিলেন।
আরও পড়ুনগ্রেফতারকৃত শহিদুল ইসলাম খোকন কিশোরগঞ্জ সদর ইউনিয়নের উত্তর গদা জুম্মাপাড়া গ্রামের দেলাবর রহমানের ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আত্মগোপনে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা খোকনকে গ্রেফতার করা হয়েছে। জেলা কারাগারে প্রেরণ করা হবে।
মন্তব্য করুন