ভিডিও রবিবার, ০৪ মে ২০২৫

সিলেটে কাটাগাঙ নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সিলেটে কাটাগাঙ নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

সিলেটে জৈন্তাপুর উপজেলায় কাটাগাঙ নদী থেকে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে জৈন্তাপুর থানাপুলিশ।

আজ শনিবার (৩ মে) সকাল ৯ টায় হর্নী নয়াগ্রাম কাটাগাঙ নদীথেকে মরদেহ উদ্ধার করা হয়।


নিহত ওই যুবক নিজপাট হর্নী নয়াগ্রাম এলাকার আব্দুস শুক্কুরের ছেলে সামছুদ্দিন (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সামসুদ্দিন (৩২) শুক্রবার (২ মে) সন্ধ্যা থেকে নিঁখোজ ছিলেন। শনিবার (৩ মে) সকাল ৯ টায় হর্নী নয়াগ্রাম কাটাগাঙ নদীতে তার মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন


নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সামসুদ্দিন মৃগি রোগী ছিলেন।  শুক্রবার বিকেলে কাটাগাঙ নদী পার হয়ে তার চাচার বাড়ীতে গিয়েছিল সামসুদ্দিন। সেখানে সে মৃগি রোগে আক্রান্ত হয়। সন্ধ্যার আগে সে সুস্থ হয়ে বাড়ীর দিকে রওয়ানা দিলে পথিমধ্যে নিঁখোজ হয়ে যায় সে।


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নদী থেকে লাশ উদ্ধার করে। তার শরীলে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃগি রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পল্টনে সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

একদিন পেছালো খালেদা জিয়ার দেশে ফেরা

দিনাজপুরের বিরলে ২২৫ বোতল ফেনসিডিল উদ্ধার

বগুড়ার ধুনটে জমিতে বিষ দিয়ে ফসল নষ্টের অভিযোগ

বগুড়ার শেরপুরে জমে উঠেছে ধান কাটা শ্রমিকের হাট

নেটপ্রো মডেল স্কুল এন্ড কলেজ, বগুড়ায় নিয়োগ বিজ্ঞপ্তি