ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

দিনাজপুরের ফুলবাড়ীতে ২ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

দিনাজপুরের ফুলবাড়ীতে ২ হাজার ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ইউক্যালিপটাস গাছের ২ হাজার চারা ধ্বংস করা হয়েছে। আজ বুধবার (৩০ জুলাই) বেলা ২টায় উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙামাটি ও এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব চারাগাছ ধ্বংস করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো. শাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান খান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকির হোসেন।

এর আগে গত ১৫মে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন-১ অধিশাখা থেকে আকাশমনি ও ইউক্যালিপটাস গাছের চারা নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে এ দুই প্রজাতির গাছের চারা তৈরি, রোপণ এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

আরও পড়ুন

এই নির্দেশনার আলোকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় দুই বোন নার্সারীতে অভিযান চালিয়ে ১ হাজার ৫শ’ ও এলুয়াড়ী ইউনিয়নের গণিপুর এলাকায় সুধীর নার্সারীতে ৫শ’ ইউক্যালিপটাস চারা ধ্বংস করা হয়।

ইউএনও মো. ইসাহাক আলী জানান, এসব গাছের পানি শোষণক্ষমতা বেশি ও মাটিকে রুক্ষ করে তোলে। তাই দেশের জীববৈচিত্র্য রক্ষায় আগ্রাসী প্রজাতির গাছের চারা রোপণের পরিবর্তে দেশি প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে বনায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই লক্ষ্যে সচেতনতা বৃদ্ধিতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ : প্রেস সচিব

ধানমন্ডি ৩২ নম্বর দেখতে এসে যুবলীগ নেতা আটক

জিএম কাদেরের দলীয় কার্যক্রমে নিষেধাজ্ঞা

ভালুকায় অজ্ঞাত গাড়িচাপায় পথচারী নিহত

রাষ্ট্র সংস্কার করবেন রাজনীতিবিদরা : ড. আলী রীয়াজ

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১৭ জনকে পুশইন