ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

ক্ষমা চেয়ে কুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি

ক্ষমা চেয়ে কুয়েট শিক্ষার্থীদের খোলা চিঠি

নিউজ ডেস্ক:    সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা ও তাদের অবস্থান স্পষ্ট করে শিক্ষকদের কাছে খোলা চিঠি দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সাধারণ শিক্ষার্থীরা। 

সোমবার (৫ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়টির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. হযরত আলীর কাছে চিঠিটি তুলে দেওয়া হয়। এর আগে সকালে উপচার্যের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনায় সম্মত হন শিক্ষার্থীরা।

চিঠির সঙ্গে শিক্ষার্থীরা পূর্বে প্রকাশিত খোলা চিঠি ও কিছু চিহ্নিত ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম আইডির তালিকা দিয়েছেন। 

শিক্ষার্থীদের দেওয়া চিঠি হুবহু তুলে ধরা হল- 

“সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে খোলা চিঠি

প্রাপক: শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ

প্রেরক: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা
তারিখ: ০৫ মে ২০২৫

বিষয়: সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে ক্ষমা প্রার্থনা ও অবস্থান স্পষ্টকরণ।
শ্রদ্ধেয় শিক্ষকগণ,
আপনারা আমাদের গুরু, আমাদের পিতৃতুল্য, আমাদের আলোকবর্তিকা। আপনাদের শিক্ষা, দিক নির্দেশনা ও স্নেহই আমাদের জীবনের পাথেয়। আমরা আপনাদের ছত্রছায়ায় মানুষ হতে চাই, বড় হতে চাই।

আরও পড়ুন

সম্প্রতি ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আমরা পূর্বেও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছিলাম। আজ আমরা আবারো আপনাদের সামনে নতমস্তকে দাঁড়িয়ে, হৃদয়ের অন্তস্থল থেকে গভীরভাবে ক্ষমা প্রার্থনা করছি। যদি আমাদের কোনো আচরণ, কোনো বক্তব্য বা পরিস্থিতি আপনাদের মনে সামান্যতম কষ্ট দিয়ে থাকে তবে আমরা তার জন্য লজ্জিত, দুঃখিত এবং অনুতপ্ত।


আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল নিজেদের অসততা ঢাকতে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া আইডির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব মিথ্যা প্রচারণা শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ককে আরও বিপন্ন করার ঘৃণ্য চেষ্টা করছে। আমাদের আন্দোলন কখনই শিক্ষকদের বিরুদ্ধে ছিল না; আমাদের আন্দোলনটি ছিল একটি ব্যার্থ প্রশাসনের বিরুদ্ধে।

আমরা সুস্পষ্টভাবে বলতে চাই যে ভবিষ্যতেও কখনো শিক্ষকদের সঙ্গে কোনোরকম প্রশ্নবিদ্ধ আচরণকে আমরা প্রশয় দিব না এবং এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে প্রস্তুত। আমরা চাই শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক হোক শ্রদ্ধা, ভালোবাসা ও পারস্পরিক সম্মানের এক অবিচ্ছেদ্য বন্ধন।

শ্রদ্ধেয় শিক্ষকগণ,
আমরা আপনাদের সন্তানের মতো, এবং সন্তান ভুল করতেই পারে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে ফেরার চেষ্টাটাই তার সবচেয়ে বড় শক্তি। আজ আমরা সেই ভুল স্বীকার করে, আপনাদের সম্মুখে এসে, আবারো বলছি আমরা সত্যিই দুঃখিত। আমরা অনুতপ্ত। আমরা হৃদয়ের গভীর থেকে আপনাদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করছি।

আপনারা যেন আমাদের সেই ক্ষমা দিয়ে আবার পথ দেখান, ভালোবাসায় বুকে টেনে নেন এটাই আমাদের বিনীত, প্রাণভরা প্রার্থনা।

শ্রদ্ধার সাথে,
সাধারণ শিক্ষার্থীবৃন্দ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে

বগুড়ার দুপচাঁচিয়ায় স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেফতার

এবার নিজের প্রথম আইটেম সং নিয়ে তামান্না প্রমি