ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

বগুড়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

বগুড়ায় বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন. ছবি: মো. রাহেনুর ইসলাম

কোর্ট রিপোর্টার : বগুড়ায় বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের সদস্যরা দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন। এসোসিয়েশন বগুড়া জেলা শাখার উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়।

বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় গঠন করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং জুডিসিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ বিদ্যমান ব্লক পদ বিলুপ্ত এবং যুগোপযোগী পদ সৃজন করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়ন করার দাবিতে এই কর্মবিরতি পালন করা হয়।

আরও পড়ুন

কর্মবিরতি চলাকালে এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সদস্যরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে দাঁড়িয়ে তাদের দাবির সমর্থনে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সরদার মো. আল আমিন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মহিদুল হাসান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক প্লাবন সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ, সদস্য মেহেদী হাসান, আরিফুল ইসলাম, আলমগীর হোসেন, আরিফুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে

বগুড়ার দুপচাঁচিয়ায় স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেফতার

এবার নিজের প্রথম আইটেম সং নিয়ে তামান্না প্রমি