বাংলাদেশের পদ্ধতিগত সংস্কার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশের পদ্ধতিগত সংস্কার করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৬ মে) নরওয়ের বিভিন্ন রাজনৈতিক দলের কিছু তরুণ কর্মী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তার সঙ্গে দেখা করতে গেলে প্রধান তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের পদ্ধতিগত সংস্কার করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে প্রতিষ্ঠানগুলোর সংস্কার দরকার, সরকার সে লক্ষ্যে কাজ করছে।
বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার করছে উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী আমলে রেখে যাওয়া জঞ্জাল পরিষ্কার করে নতুন কাঠামো তৈরি করাই অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ।
রাজনীতিতে আরও বেশি অংশগ্রহণের জন্য তরুণদের আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মন্তব্য করুন