তিনজন বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন
বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বৈধ প্রার্থী ১১৭

স্টাফ রিপোর্টার : বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেননি।
ফলে এই নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এর মধ্যে সভাপতি পদে দুইজন, কার্যকরী সভাপতি পদে একজন, সহ-সভাপতি পদে ১৫ জন, সাধারণ সম্পাদক পদে দুইজন, সহ-সাধারণ সম্পাদক পদে ১০ জন, কোষাধ্যক্ষ পদে একজন, সাংগঠনিক সম্পাদক পদে চারজন, সমাজকল্যাণ সম্পাদক পদে একজন, সাংস্কৃতিক সম্পাদক পদে পাঁচজন, ক্রীড়া সম্পাদক পদে দুইজন, দপ্তর সম্পাদক পদে তিনজন, প্রচার সম্পাদক পদে দুইজন, ধর্মীয় সম্পাদক পদে চারজন, আন্তঃজেলা সড়ক সম্পাদক পদে পাঁচজন, অভ্যন্তরীণ সড়ক সম্পাদক পদে চারজন এবং কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজ ৭ মে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে।
আগামী ১৩ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে কার্যকরী সভাপতি পদে সুলতান হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. মোত্তালেব ফকির এবং সমাজকল্যাণ সম্পাদক পদে মো. লুৎফর রহমান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। এই পদগুলোতে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ভোটগ্রহণ হবে না।
আরও পড়ুননির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এড. আব্দুল বাছেদ জানান, নির্বাচন প্রক্রিয়া সঠিক ভাবে এগিয়ে যাচ্ছে। কোষাধ্যক্ষ পদে এবং সমাজকল্যাণ সম্পাদক পদে একজন করে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। কার্যকরী সভাপতি পদে দুইজন মনোনয়নপত্র দাখিল করলেও একজনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।
মন্তব্য করুন