ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

ওমর সানী’র প্রতিষ্ঠানে যুক্ত হলেন সুমন দেবনাথ

ওমর সানী’র প্রতিষ্ঠানে যুক্ত হলেন সুমন দেবনাথ

অভি মঈনুদ্দীন : কিছুদিন আগেই নন্দিত নায়ক ওমরসানী একটি রিয়েল এস্টেট কোম্পানীর উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয়েছেন। ‘রাজধানীর গুলশান-১এ অবস্থিত ‘গোল্ডস্যাণ্ডস গ্রুপ’র উপদেষ্টা হিসেবে তিনি কাজ শুরু করেছেন।

পুরো গ্রুপেরই উপদেষ্টা হিসেবে তিনি এখন অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাজধানীর অদূরে মানিকগঞ্জে নিজের রেস্টুরেন্ট ব্যবসায় এখন সময় দেন প্রতি শুক্র ও শনিবার। আর ‘গোল্ডস্যাণ্ডস গ্রুপ’র গুলশানের অফিসে সময় দেন রবি থেকে বৃহস্পতিবার। প্রতিষ্ঠানটির আরো সাফল্য ও উন্নয়নের লক্ষ্যেই ওমর সানী উপদেষ্টা হিসেবে কাজ করে যাবেন।

ওমর সানী জানান, যুক্তরাষ্ট্রের নিউউয়র্কের জ্যাকসন হাইটস-এ অবস্থিত এই ‘গোল্ডস্যাণ্ডস গ্রুপ’র অফিসের সাথে যুক্ত আছেন প্রিয়দর্শিনী মৌসুমী। ঢাকার কর্পোরেট অফিসে মৌসুমীর ছবিও সম্বলিত প্রচারণাও আছে এই বিষয়ে। তবে এদিকে ওমর সানীর এই প্রতিষ্ঠানের সাথে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে যোগ দিয়েছেন তরুন মেধাবী সুমন দেবানাথ। ওমর সানী জানান, সুমন’সহ আরো বেশ কয়েকজন একসঙ্গে এই প্রতিষ্ঠানে যোগ দিয়েছে। তাদেরকে প্রতিষ্ঠানে যুক্ত করার আগে চুড়ান্ত করার ব্যাপারে ওমর সানীও অভিমত জানিয়েছেন মেধা যাচাই করার পর।

এদিকে ওমর সানীর প্রতিষ্ঠানে যুক্ত হতে পেরে ভীষণ উচ্ছ্বসিত সুমন দেবনাথ। সুমন দেবনাথ বলেন,‘ গত ২৬ এপ্রিল আমি সানী স্যারের এই প্রতিষ্ঠানে চাকুরীতে যোগ দিয়েছি। এর আগে যেখানে চাকুরী করতাম সেখানকার তুলনায় এখানকার পরিবেশ অত্যন্ত চমৎকার। শুধু তাই নয় এখানকার সবার মধ্যে রয়েছে ভীষণ আন্তরিকতা। তবে একটা চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। আমি মনেকরি তরুণ হিসেবে আমি এই চ্যালেঞ্জটা মুখোমুখি হতেও প্রস্তুত।

আরও পড়ুন

এরইমধ্যে কাজ শুরু করেছি। আশা করছি প্রতিষ্ঠানের স্বার্থে নিজের মেধা এবং যোগাযোগকে যথাযথভাবে কাজে লাগাবো। সানী স্যার ভীষণ আন্তরিক, খুউব ভালো মনের মানুষও বটে। আমার বিশ্বাস তিনি আমাদের সবার মাথার উপর ছায়া হয়ে থাকবেন। স্যারের জন্য অনেক অনেক শুভ কামনা।’ এদিকে আপাতত নতুন কোনো সিনেমাতে অভিনয় করছেন না ওমর সানী। তবে যেহেতু তিনি সিনেমার একজন নায়ক, একজন শিল্পী। তাই ভালো গল্পের প্রতি রয়েছে তার প্রবল ঝোক। মনের মতো গল্প পেলে সিনেমাতে অভিনয় করবেন।

উল্লেখ্য, সুমন দেবনাথ প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথের বড় ভাই। বোনের দর্শকপ্রিয়তা সুমনকে মুগ্ধ করে, গর্বিতও করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তান

বহুল আলোচিত ‘রমনা বোমা হামলা’ মামলার রায় ঘোষণা শুরু

ইন্টেরিম কী কী বিচার ও সংস্কার করেছেন, প্রশ্ন হাসনাত আবদুল্লাহ

নাটোরের দত্তপাড়া থেকে মানুষের কাটা হাত উদ্ধার

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার

এটিএম আজহারের দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু