ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

বিজ্ঞাপনে আলোকিত বন্নি

বন্নি হাসান

অভি মঈনুদ্দীন ঃ বন্নি হাসান এই প্রজন্মের একজন নবাগত অভিনেত্রী ও মডেল। গেলো ঈদের আগে ওয়ালটনের মিলিয়নিয়ার অফারের বিজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিমের সঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশ প্রশংসা কুঁড়াচ্ছেন বন্নি।

যারা নিয়মিত টেলিভিশনের দর্শক তাদের কাছে মিমের পাশাপাশি বন্নিকেও বেশ চোখে পড়েছে। অনেকেই জানতে চেয়েছেন মিমের পাশের এই নতুন মেয়েটি কে? মিমের পাশে থাকা সেই মেয়েটিই বন্নি হাসান। বিজ্ঞাপনটিতে বন্নির গ্ল্যামারাস উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আজমান রুশো।

বিজ্ঞাপনটিতে কাজ করা এবং পরবর্তীতে প্রচারের পর সাড়া পাওয়া প্রসঙ্গে বন্নি হাসান বলেন,‘ আমি ভাবতেও পারিনি বিজ্ঞাপনটি প্রচারের পর এতো অভূতপূর্ব সাড়া পাবো। মিম আপুকে আমার ভীষণ ভালোলাগে। তার অনেক নাটক সিনেমাই নানান সময়ে দেখা হয়েছে। তারসঙ্গে একই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করা আমার জন্য ছিলো বেশ উচ্ছ্বাসের বিষয়। নির্মাতা আজমান রুশো ভাইকে ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা আমাকে এমন একটি সুযোগ দেবার জন্য। আমি চেষ্টা করেছি নিজেকে ঠিকঠাক মতো উপস্থাপন করতে। যে কারণে বেশ ভালো সাড়াও পাচ্ছি। কাছের অনেকেই বিজ্ঞাপনটিতে আমার উপস্থিতি নিয়ে কথা বলেছেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা। আগামীতেও আমি আরো ভালো ভালো বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে চাই।’

আরও পড়ুন

গেলো বছর যতোগুলো খণ্ড নাটক প্রচারে এসেছে তারমধ্যে অন্যতম আলোচিত একটি নাটক জাহিদ প্রীতম পরিচালিত ‘তিলোত্তমা’ নাটকটি। এই নাটকে জয়ী চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসা কুঁড়িয়েছিলেন কুষ্টিয়ার মেয়ে বন্নি হাসান। নাটকে বন্নি তার নিজের কন্ঠে গান গেয়েও বেশ প্রশংসিত হয়েছিলেন। তিলোত্তমা’খ্যাত সেই বন্নি শুধু যে অভিনয়ই করে যেতে চান, এমনটি নয়। বন্নি গানে এবং অভিনয়ে সমানতালে এগিয়ে যেতে চান। ছোটবেলায় বন্নি গান শিখেছেন তৃপ্তি মহন মল্লিকের কাছে তিন বছর, এরপর আরো দু’বছর গান শিখেছেন রোজ বাবুর কাছে। মেহেরপুরে বন্নি নাচেরও তালিম নিয়েছেন। ছোটবেলায় গল্পের বই পড়তে ভালোলাগতো বন্নির। গল্পের বই পড়ে পড়ে তার অনুভবটা এমন হতো যে তিনি তা তার চোখের সামনে দেখতে পাচ্ছেন। সেখান থেকেই একটা সময় তার শখ হলো অভিনয় করার। এসএসসি পরীক্ষার আগেই বন্নি অভিনয় করেন প্রথম এম শুভ’র পরিচালনায় ‘লাভ লিংক’ নাটকে। এই নাটকে অভিনয়ের পর বন্নি বেশকিছুদিন পড়াশুনার জন্য অভিনয়ে বিরতি নিয়েছিলেন। এরপর বন্নি ‘দমে দমে’সহ আরো কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছিলেন। অভিনয়ে ফিরেন তিনি মাহমুদ মাহিনের ‘লাকি’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে।

এরপর মাইদুল রাকিবের ‘আম্মাজান’ নাটকে অভিনয় করেন। আর সর্বশেষ ‘তিলোত্তমা’ নাটকে জয়ী চরিত্রে অভিনয় করেই আলোচনায় আসেন তিনি। বন্নি আদনান আল রাজীব পরিচালিত ‘ইউটিউমার’ ওয়েব ফিল্মে প্লে-ব্যাক করেছেন। ে বন্নির মা বিলকিস বীথি ও নানু জবেদা খাতুনও বন্নিকে তার কাজে অনুপ্রেরণা দেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার লাহোরে ভারতীয় ড্রোন ধ্বংস করলো পাকিস্তান

বহুল আলোচিত ‘রমনা বোমা হামলা’ মামলার রায় ঘোষণা শুরু

ইন্টেরিম কী কী বিচার ও সংস্কার করেছেন, প্রশ্ন হাসনাত আবদুল্লাহ

নাটোরের দত্তপাড়া থেকে মানুষের কাটা হাত উদ্ধার

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজান গ্রেফতার

এটিএম আজহারের দ্বিতীয় দিনের আপিল শুনানি শুরু