পাওনা টাকার চাওয়ায় মেয়েজামাইকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় জালিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ইনানীর শফির বিলে পাওনা টাকাকে কেন্দ্র করে মেয়েজামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।
বুধবার (৭ মে) সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম বশির আহমেদ। তিনি উখিয়ার রত্নাপালং বড়বিলের সুলতান আহমেদের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে ৮০ হাজার টাকা পেতেন বশির আহমেদ। ওই টাকার জন্য গেলে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শ্বশুরবাড়ির লোকজন বশিরকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনকক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন বলেন, রশিদ আহমেদ নামের এক ব্যক্তির মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল থেকে উদ্ধার করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোসেন বলেন, আমাদের কাছে এখনো এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি।
মন্তব্য করুন