সিরাজগঞ্জে বিষাক্ত এ্যালকোহল পানে দুইজনের মৃত্যু

মফস্বল ডেস্ক : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নেশাজাতীয় বিষাক্ত এ্যালকোহল পান করে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরো একজন। নিহতরা হলেন-উপজেলার দৌলতপুর বাশঁতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে কসাই আবুল কালাম (৪৫) ও দৌলতপুর মতি মার্কেট এলাকার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে ভ্যানচালক শাহ আলম (৪৩)। অসুস্থ অবস্থায় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন দৌলতপুর দক্ষিণপাড়ার সোহবার আলীর ছেলে ও দৌলতপুর ইউনিয়ন পোস্ট অফিসের পোস্ট মাস্টার আবু হানিফ (৩৫)।
বেলকুচি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল বারিক জানান, মঙ্গলবার (৬ মে) রাতে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের কান্দাপাড়া বাজারের বাবু ডাক্তারের হোমিও ঔষধের দোকান থেকে নেশাজাতীয় এ্যালকোহল কিনে খান কয়েকজন। এরপর তারা অসুস্থ হয়ে পড়লে তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) সন্ধ্যায় কসাই আবুল কালামের মৃত্যু হয়। এরপর আশংকাজনক অবস্থায় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নেওয়ার পথে ভ্যানচালক শাহ আলমেরও মৃত্যু হয়। অসুস্থ পোস্ট মাস্টার আবু হানিফ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।
আরও পড়ুনপরিদর্শক আব্দুল বারিক আরো বলেন, নিহতদের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার পর থেকে হোমিও ঔষধ ব্যবসায়ী বাবু ডাক্তার পলাতক রয়েছেন।
মন্তব্য করুন