বগুড়ায় প্রতিপক্ষের কোপে যুবকের দুটি আঙ্গুল কর্তন

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের স্টেশন রোডে সেউজগাড়ী আমতলা এলাকায় আরিফ (২৭) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। এতে তার এক হাতের দুটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে। আজ দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীর্র জানান, পূর্ব বিরোধের সূত্র ধরে প্রতিপক্ষের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার হাতের দু’আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়। এরপর স্থানিয়রা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। আহত আরিফের বাড়ি শহরের মালগ্রামে।
আরও পড়ুনবগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ব্যাপারে গতরাত ৯ টা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
মন্তব্য করুন