নোয়াখালীতে ট্রাক চাপায় অটোরিকশা আরোহী মা-মেয়ে নিহত

নিউজ ডেস্ক: নোয়াখালী বেগমগঞ্জে চৌমুহনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের আমিন বাজার এলাকায় ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও দুজন মারাত্মক আহত হয়েছেন।
শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লক্ষ্মীপুর জেলার দেওপাড়া গ্রামের আবদুর রহমানের স্ত্রী জমিলা সুলতানা ইনু (২০) ও তার মেয়ে ফাতেমা আক্তার (২)। তাদের মরদেহ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী অটোরিকশাটি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে নোয়াখালীর চৌমুহনীর দিকে আসছিল। আমিন বাজার পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির ট্রাক অটোরিকশাকে মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।
আরও পড়ুনআশপাশের লোকজন অটোরিকশার আহত যাত্রীদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মা-মেয়েকে মৃত ঘোষণা করেন।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, হাসাপাতালে আনার আগেই মা-মেয়ের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে তবে ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য করুন