ভিডিও বুধবার, ২৭ আগস্ট ২০২৫

ভাঙ্গায় কিশোরকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

ইয়াসিন (১৬) নামে এই কিশোরকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে ইয়াসিন (১৬) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা।

গতকাল শনিবার রাতে ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশে ধানক্ষেতে কুপিয়ে মারাত্মক জখম করে। আহত কিশোরকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে সে মারা যায়।

 

নিহত ইয়াসিন জেলার ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের থানমাত্তা গ্রামে জাহাঙ্গির খালাসীর ছেলে। পেশায় ইয়াসিন একজন ওয়ার্কশপের শ্রমিক।

নিহতের বাবা জাহাঙ্গির খালাসী বলেন, ‘পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী বাদশা ও রায়হানের সাথে ইয়াছিনের মারামারি হয়। এরপর বিষয়টি স্থানীয়রা মীমাংসা করে দেয়। শনিবার রাত ৯টার দিকে বাদশা ও রায়হানসহ আরও ৮-১০ জন কিশোর গ্যাংয়ের সদস্য ইয়াসিনকে বাড়ি থেকে ডেকে দিয়ে নির্মমভাবে কুপিয়ে জখম করে। বাড়ির পাশের ধানক্ষেত থেকে মারাত্মক আহত ইয়াসিনকে উদ্ধার করে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে রাত ১২টার দিকে সে মারা যায়।’

আরও পড়ুন

এ ঘটনার জের ধরে রোববার সকালে প্রতিপক্ষের ২টি বাড়ি ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন জানান, রাতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি শান্ত রাখতে রাত থেকে পুলিশ মোতায়েন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বয়স অনুযায়ী দিনে কতটুকু ভাত খাবেন

সেদিন আমার মনে হয়েছিল যেন স্বয়ং ফেরেশতা নেমে এসেছে : সমাজকল্যাণ উপদেষ্টা

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ সভ্য সমাজে কোনোভাবে কাম্য নয়

৪০০ জন দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি

মিডল্যান্ড ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদ ও ঊর্ধ্বতন ব্যবস্থাপনার জন্য এএমএল ও সিএফটি বিষয়ক একটি সচেতনতামূলক অধিবেশনের আয়োজন করেছে

কমিটি প্রত্যাখ্যান, ৫ দাবি ঘোষণা প্রকৌশল শিক্ষার্থীদের