ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

রেগে গিয়ে কর্মচারীর গায়ে গরম মাড় ঢেলে দিলেন বাবুর্চি

রেগে গিয়ে কর্মচারীর গায়ে গরম মাড় ঢেলে দিলেন বাবুর্চি

নিউজ ডেস্ক:  কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পূর্ব বাজারের ‘রনি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’ নামের একটি হোটেলে সফিউল্লাহ (১৫) নামের একজন কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে বাবুর্চির বিরুদ্ধে। এতে ওই কর্মচারীর শরীরের প্রায় ২০ শতাংশ ঝলসে গেছে। এ ঘটনায় কাশেম মিয়া (৩৫) নামের ওই বাবুর্চিকে আটক করে পুলিশে দিয়েছেন হোটেলমালিক ও কর্মচারীরা।

রোববার (১১ মে) বিকেল পৌনে ৩টায় এ ঘটনা ঘটে।

আহত হোটেল কর্মচারী সফিউল্লাহ জেলার দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়নের খিরাইকান্দি গ্রামের অলিউল্লাহর ছেলে।

অভিযুক্ত বাবুর্চি কাশেম মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলার নূরপুর গ্রামের কাদের মিয়ার ছেলে।

হোটেলমালিক সফিকুল ইসলাম বলেন, হোটেলের রান্নাঘরে ভাতের মাড় ছ্যাঁকার সময় কর্মচারী সফিউল্লাহর সঙ্গে কথা-কাটাকাটি হয় বাবুর্চি কাশেম মিয়ার। একপর্যায়ে সফিউল্লাহর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দেন তিনি। চিৎকার শুনে আমি পেছনে গিয়ে এ ঘটনা দেখি। তাৎক্ষণিকভাবে সফিউল্লাহকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। বাবুর্চিকে আটক করে থানায় খবর দেওয়া হয়।

আরও পড়ুন

আহত সফিউল্লাহর বাবা কৃষক অলিউল্লাহ বলেন, ‌‘আমার চার সন্তানের মধ্যে সফিউল্লাহ দ্বিতীয়। মাদরাসায় হেফজ বিভাগে পড়াচ্ছিলাম। লেখাপড়ায় অমনোযোগী থাকায় তিন মাস আগে তাকে চান্দিনার রনি হোটেলে দেই। আমার ছেলে যদি অপরাধ করতো, হোটেলের মালিক বা আমাকে বলতে পারতো বাবুর্চি। এভাবে আমার ছেলের শরীরে ভাতের মাড় ঢেলে শাস্তি দিলো কেন? আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফারজানা আক্তার বলেন, আহতের শরীরের প্রায় ২০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলাম বলেন, ঘটনা শোনার পরপরই পুলিশ পাঠিয়ে বাবুর্চিকে হেফাজতে আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরে গণহত্যায় সহযোগিতার অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র

আজ আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

আ’লীগ নিষিদ্ধের আড়ালে দেশে নাটকীয়তা চলছে : মির্জা আব্বাস

আলুঘাটির প্রেমে পড়ে ঢাকায় ফুডকার্ট দিলেন ঝিনাইদহের যুবক | Traditional Food Alu Ghati

আমি সাকিব আল হাসানকে বল করতে চাই: রবিন মিয়া | Neymar Friend Robin Mia | Neymar | Daily Karatoa

প্রত্যেক বলে ছয় চার মা*রতে চান অভিনেত্রী আলিশা | BD Actress | Entertainment | Daily Karatoa